দিনাজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ভাই নিহত, বোন হাসপাতালে

দিনাজপুরে ঈদ আনন্দ উপভোগ করতে ছোট বোনকে মোটরসাইকেলে বসিয়ে নবাবগঞ্জ আশুড়ার বিলে কাঠের সেতু দেখতে নিয়ে যাওয়ার পথে অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল মাসুদ রানার (২১)। এ দুর্ঘটনায় বোন হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার দুপুর ১২টার দিকে বিরামপুর-নবাবগঞ্জ আঞ্চলিক সড়কের গরিবপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মোবারক জানান, ভাই-বোন গরিবপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাসুদ। এ ঘটনায় তার বোনসহ তিনজন আহত হন।
নিহত মাসুদ রানা বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়নের জাহিদুল ইসলামের ছেলে। আহতরা হলেন- মাসুদ রানার বোন জিন্নাত রহমান বিথি (১৩), শাহেদ হোসেন (২০) ও মনিরা আক্তার (১৫)। তারা সবাই একই এলাকার বাসিন্দা। আহত জিন্নাত রহমান বিথি বর্তমানে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহারিয়ার পারভেজ সজল বলেন, সড়ক দুর্ঘটনায় বুকে আঘাত লেগে ওই যুবকের মৃত্যু হয়েছে।
(ঢাকাটাইমস/২২এপ্রিল/এলএ)

মন্তব্য করুন