পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর, মা-বাবার আর্তনাদ

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৩, ১১:১২| আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১১:২৪
অ- অ+

চাঁদপুর সদরে ১০ বছরের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। তার নাম শোয়েব। সে পুকুর পাড়ে একাকী ঘুরতে গিয়ে প্রাণ হারায়।

রবিবার বিকালে সদরের খেরুদিয়া গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। পরে রাত ১০টায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

ঘটনার শিকার শিশু শোয়েবের খালু রিন্টু জানান, চাঁদপুর শহর থেকে গ্রামের বাড়িতে স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবারের সদস্যদের নিয়ে যান। বিকালে শিশু শোয়েব পরিবারের অন্য সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বসতবাড়ি লাগোয়া পুকুরে নেমে পড়ে।

কিন্তু ততক্ষণেও কেউ জানতেন না শিশু শোয়েব কোথায়। একপর্যায়ে আশপাশে খুঁজে না পেয়ে পুকুরে চোখ যায় সবার। আর সেখানেই শোয়েবকে ভাসতে দেখে তারা।

এসময় দ্রুত উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসক শিশু শোয়েবকে মৃত ঘোষণা করেন।

এদিকে, শিশু শোয়েবকে হারিয়ে তার বাবা ও মা জ্ঞান হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে ঈদের আনন্দ মাটি হয়ে যায়।

চাঁদপুর শহরের বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন আলমের চার সন্তানের মধ্যে শিশু শোয়েব ছিল তৃতীয়। তাদের অতি আদরের শিশু সন্তানের হঠাৎ এমন মৃত্যুতে গোটা পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উচ্চ রক্তচাপ প্রতিরোধে করে প্রাকৃতিক দাওয়াই বাঙ্গি ফল
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
তাপদাহে শরীর ঠান্ডা রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেসব সবজি
ভারতে বড় পাল্টা হামলা শুরু পাকিস্তানের, তিন বিমান ঘাঁটি ও ক্ষেপণাস্ত্রের গুদাম ধ্বংস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা