খার্তুমে বাংলাদেশ দূতাবাসে গুলি

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১১:০৯ | প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২৩, ০৮:৪৩

সুদানের খার্তুমে বাংলাদেশ দূতাবাসে গোলাগুলির ঘটনা ঘটেছে। দেশটিতে চলমান সংঘাতের মধ্যে গত ১৫ এপ্রিল বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের বাসভবন আক্রান্ত হয়। এর পর ২২ এপ্রিল দূতাবাসেও আঘাত হেনেছে গুলি।

লড়াইরত সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) গোলাগুলির সময় দূতাবাস ভবনের জানালা ও দেয়াল ভেদ করে মেশিনগানের গুলি ঢুকে পড়ে। তবে এতে কেউ হতাহত হননি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সেনাবাহিনী ও আরএসএফের সংঘর্ষের ফলে খার্তুমের বাংলাদেশ দূতাবাসের মধ্যে মেশিনগানের গুলি ঢুকে পড়েছে। সেখানে নিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের বাসায়ও গুলি এসে পড়েছে।

খার্তুমের পরিস্থিতির অবনতি হওয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ জাজিরা প্রদেশের মাদানি শহরে অবস্থান করছেন। সেখান থেকে বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছেন তিনি।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/এফএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :