মানিকগঞ্জে গৃহবধূর আত্মহত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২৩, ১৮:৫৩
অ- অ+

মানিকগঞ্জের সিংগাইরে মায়া আক্তার নামে এক গৃহবধূ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার বায়রা ইউনিয়নের সানাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মায়া উপজেলার বায়রা ইউনিয়নের চর জামালপুর এলাকার রাসেল মল্লিকের স্ত্রী ও মানিকগঞ্জ সদর থানার বেতিলা গ্রামের আব্দুল আজিজের মেয়ে।

পুলিশ জানায়, রাসেল ও মায়ার পারিবারিকভাবে তিন বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তারা ভাড়া বাসায় থাকতেন। গত দেড় বছর যাবৎ সানাইল গ্রামের আকমত আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। মায়ার স্বামী রাসেল ভূট্টার ব্যবসা করেন। মায়া মোবাইলে অন্য পুরুষের সাথে কথা বলার অভিযোগে সকালে রাসেল তার স্ত্রীর মোবাইল ফোনটি নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে মায়া সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা