কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পাকিস্তানের জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৩, ০২:৩৩
অ- অ+

রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে সফররত নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারালো পাকিস্তান। শুরুতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৮ রান তুলে নিউজিল্যান্ড। জবাবে নেমে ৯ ও ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

রান তাড়া করতে নেমে পাকিস্তানকে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার ফখর জামান ও ইমাম উল হক। ওপেনিং জুটিতে এই দুই বাঁহাতি ব্যাটার মিলে তুলেন ১২৪ রান। তাতেই জয়ে ভিত পেয়ে যায় পাকিস্তান। ফিফটি পূরণের পর ৬৪ রানে থামেন ইমাম।

এবার দ্বিতীয় উইকেটে নামা পাকিস্তানি দলনেতা বাবর আজমকে নিয়ে ১০০ রানের জুটি গড়েন ফখর। এতে জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের। ৪৯ রানে আউট হন বাবর। আর ফখর শতক পূরণের পর থামেন ১১৭ রানে। ১৪ বলে খেলা ইনিংসটি ১৭টি চার ও একটি ছয়ে সাজানো। এরপর জয় নিয়ে মাঠ ছাড়েন মোহাম্মদ রিজওয়ান। ৩৪ বলে ৪২ রানে অপরাজিত থাকেন তিনি।

এর আগে ম্যাচের শুরুতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানের দলনেতা বাবর আজম। ব্যাট করতে নেমে ২৬ বলে ১৮ রান করে আউট হন চাদ বোয়েস।

দ্বিতীয় উইকেট জুটিতে দুর্দান্ত ব্যাট করতে থাকেন ওপেনার উইল ইয়াং ও ড্যারিল মিচেল। এ সময় দুজন মিলে গড়েন ১০২ রানের জুটি। তাতেই বঈ সংগ্রহের ভিত পায় সফরকারীরা। ফিফটি পূরণের পর ৮৬ রানে ফেরেন ইয়াং। মাত্র ৭৮ বলে খেলা তার এই ইনিংসটি ৮টি চার ও দুটি ছয়ে সাজানো।

ইয়াং না পারলেও মিচেল ঠিকই সেঞ্চুরি তুলে নেন মিচেল। তার ইনিংস থামে ১১৩ রানে। ১১৫ বলে খেলা তার এই ইনিংসটি ১১টি চার ও একটি ছয়ে সাজানো। এছাড়া লাথাম ২০, চ্যাপম্যান ১৫, রাচিন ৯ রান করেন। আর ২০ রানে অপরাজিত থাকেন হেনরি নিকোলস।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন তিনজন বোলার।

(ঢাকাটাইমস /২৮এপ্রিল/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা