কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পাকিস্তানের জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৩, ০২:৩৩

রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে সফররত নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারালো পাকিস্তান। শুরুতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৮ রান তুলে নিউজিল্যান্ড। জবাবে নেমে ৯ ও ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

রান তাড়া করতে নেমে পাকিস্তানকে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার ফখর জামান ও ইমাম উল হক। ওপেনিং জুটিতে এই দুই বাঁহাতি ব্যাটার মিলে তুলেন ১২৪ রান। তাতেই জয়ে ভিত পেয়ে যায় পাকিস্তান। ফিফটি পূরণের পর ৬৪ রানে থামেন ইমাম।

এবার দ্বিতীয় উইকেটে নামা পাকিস্তানি দলনেতা বাবর আজমকে নিয়ে ১০০ রানের জুটি গড়েন ফখর। এতে জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের। ৪৯ রানে আউট হন বাবর। আর ফখর শতক পূরণের পর থামেন ১১৭ রানে। ১৪ বলে খেলা ইনিংসটি ১৭টি চার ও একটি ছয়ে সাজানো। এরপর জয় নিয়ে মাঠ ছাড়েন মোহাম্মদ রিজওয়ান। ৩৪ বলে ৪২ রানে অপরাজিত থাকেন তিনি।

এর আগে ম্যাচের শুরুতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানের দলনেতা বাবর আজম। ব্যাট করতে নেমে ২৬ বলে ১৮ রান করে আউট হন চাদ বোয়েস।

দ্বিতীয় উইকেট জুটিতে দুর্দান্ত ব্যাট করতে থাকেন ওপেনার উইল ইয়াং ও ড্যারিল মিচেল। এ সময় দুজন মিলে গড়েন ১০২ রানের জুটি। তাতেই বঈ সংগ্রহের ভিত পায় সফরকারীরা। ফিফটি পূরণের পর ৮৬ রানে ফেরেন ইয়াং। মাত্র ৭৮ বলে খেলা তার এই ইনিংসটি ৮টি চার ও দুটি ছয়ে সাজানো।

ইয়াং না পারলেও মিচেল ঠিকই সেঞ্চুরি তুলে নেন মিচেল। তার ইনিংস থামে ১১৩ রানে। ১১৫ বলে খেলা তার এই ইনিংসটি ১১টি চার ও একটি ছয়ে সাজানো। এছাড়া লাথাম ২০, চ্যাপম্যান ১৫, রাচিন ৯ রান করেন। আর ২০ রানে অপরাজিত থাকেন হেনরি নিকোলস।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন তিনজন বোলার।

(ঢাকাটাইমস /২৮এপ্রিল/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :