সিরাজগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার বিকাল ৫টার দিকে মাঠে ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন- সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামের নছিম খানের ছেলে আব্দুল মালেক ও একই গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে মো. সোলেমান শেখ। তারা দুজনেই পেশায় কৃষক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস বলেন, মাঠে ধান কাটছিলেন এই দুই কৃষক। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়িতে ফিরছিলেন তারা। পথে বজ্রপাতের কবলে পড়ে গুরুতর আহত হন দুজন।
পরে স্থানীয়রা তাদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি বর্তমানে হাসপাতালেই আছে।
(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এলএ)

মন্তব্য করুন