বগুড়ার হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ মে ২০২৩, ১৪:৫১

বগুড়ার সোনাতলার সুজাউল হক সুজা হত্যার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার দিবাগত রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে র‌্যাব ১ ও ১২ যৌথ অভিযানে এই আসামিকে গ্রেপ্তার করে। প‌রে মঙ্গলবার তাকে সোনাতলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়ে‌ছে।

গ্রেপ্তার আসামির নাম আব্দুল মালেক (৪০)। তিনি সোনাতলার দক্ষিণ আটকরিয়া গ্রামের বাসিন্দা। নিহত সুজা তার প্রতিবেশি ছিলেন।

মঙ্গলবার দুপু‌রে র‌্যাবের পাঠ‌ানো সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, সুজাউল হক সুজার সঙ্গে দীর্ঘদিন ধরে বসতবাড়ীর সীমানা নিয়ে ঝগড়া ছিল আব্দুল মালেকের। চলতি বছরের ২৪ এপ্রিল কথাকাটাকাটির একপর্যায়ে সুজাকে লাঠি দিয়ে একাধিক আঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পরের দিন আব্দুল মালেককে প্রধান আসামি করে নিহতের স্ত্রী বাদি সোনাতলা থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাব কমান্ডার মীর মনির হোসেন বলেন, মামলার হওয়ার পর থেকে বিষয়টি আমলে নেয় র‌্যাব। আসামিদের আইনের আওতায় আনার জন্য ব্যাপক গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় আব্দুল মালেককে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আজ মঙ্গলবার তাকে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২মে/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি

মফস্বল সাংবাদিকেদের ওয়েজ বোর্ডের আওতার আনার দাবি

আ.লীগ বিভ্রান্তিকর কথা বলে নিজেদের ভেতরকার অস্থিরতা আড়াল করছে: প্রিন্স

‘ওরাল ক্যান্সার’ সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর

‘মনে হয় আত্মহত্যা করি, তাতে যদি বেঁচে যাই!’

ফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেলের ডা. মাহমুদুল হাসান

গাজীপুরে দুর্ঘটনা: দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

শ্রীপুরে তীব্র দাবদাহে ঝরে পড়ছে লিচু

চেয়ারম্যানের উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে

ট্রাকের পেছনে মুরগিবোঝাই পিকআপের ধাক্কা, নিহত ২

এই বিভাগের সব খবর

শিরোনাম :