মহেশপুরে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০২৩, ১৯:৩৫
অ- অ+

ঝিনাইদহের মহেশপুরে মিলি খাতুন (১৩) নামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

সোমবার সকালে উপজেলার জলুলী প্রাইভেট পড়তে যাওয়ার পথে ওই ছাত্রী অপহৃত হয়।

থানার মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মাঠিলা গ্রামের নাজির উদ্দিনের মেয়ে জলুলী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী মিলি খাতুন প্রতিদিন সকালে জলুলী স্কুলে প্রাইভেট পড়তে যায়। সে সূত্রে গত ১ মে সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে জলুলী স্কুলের কাছে আসামাত্র একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে আলফা ফিন (২১) এর নেতৃত্বে ৩-৪ জন মিলে মিলিকে জোরপূর্বক মোটরসাইকেলযোগে অপহরণ করে নিয়ে যায়।

মহেশপুর থানার এসআই রফিক জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/৪মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
দাবা খেলা নিষিদ্ধ করলো আফগানিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা