সিরাজগঞ্জে গাছের সঙ্গে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ১০ মে ২০২৩, ১৭:৪৬
অ- অ+

সিরাজগঞ্জ সদরে নদীর কাছ থেকে আলাউদ্দিন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নে একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কৃষক মোহাম্মদ সাইফুল ইসলামের বড় ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ফুলবাড়ি নদির ঘাটে একটি ইউকালেক্টর গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় কাউকে দেখতে পায়। পরে কাছে গিয়ে তারা দেখতে পান গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলে থাকা ব্যক্তি আলাউদ্দিন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। তবে এটি হত্যা, নাকি আত্মহত্যা, এ নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে এলাকাবাসীর মধ্যে।

সিরাজগঞ্জ সদর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হূমায়ন কবির জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিক অবস্থায় এটি আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। তারপরেও এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্ত শেষে জানা যাবে। এই বিষয়ে থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/১০মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ওয়্যার ৩৬৫’ চালু করলো ব্র্যাক ব্যাংক  
গাইবান্ধায় দেয়াল চাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু
চাঁদাবাজি বন্ধের দাবিতে ভৈরবে সিএনজিচালকদের সড়ক অবরোধ
সাইবার স্পেসেও নিষিদ্ধ আওয়ামী লীগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা