নোয়াখালীতে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় প্রস্তুত ৪৬৩ আশ্রয়কেন্দ্র

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২৩, ১০:৩০
অ- অ+

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় থাকা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মোখা’য় পরিণত হয়েছে। এর ক্ষয়ক্ষতি মোকাবিলা ও দুর্যোগ পরবর্তী করণীয় ঠিক করতে নোয়াখালী জেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি উদ্যোগে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

এর অংশ হিসেবে জেলায় মোট ৪৬৩টি আশ্রয়কেন্দ্র, ৩টি মুজিব কিল্লা, প্রায় ৭ হাজার স্বেচ্ছাসেবী, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ১১১ টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। এছাড়া রেডক্রিসেন্ট ও সিপিবির ৫ শতাধিক স্বেচ্ছাসেবী মাঠে থাকবেন।

বৃহস্পতিবার বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহিদ হাসান খান, জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মো. জাহাঙ্গীর প্রমুখ।

এছাড়া যুব রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবীসহ নোয়াখালীর সকল সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহিদ হাসান খান জানান, দুর্যোগকালীন সহায়তার জন্য জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ফান্ডে ৯ লাখ ৯৫ হাজার টাকা, ৩৮২ মেট্রিক টন চাল ২৪৩ বান্ডিল ঢেউটিন মজুদ রয়েছে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোখা: পটুয়াখালীতে প্রস্তুত ৭০৩ সাইক্লোন শেল্টার, ৪০ মুজিব কিল্লা

জেলা প্রশাসক বলেন, ঘূর্ণিঝড়ে সংক্রান্ত তথ্যের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সব সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের জরুরি সহায়তার জন্য প্রস্তুত রয়েছেন।

প্রসঙ্গত, রবিবার দুপুরে বাংলাদেশের কক্সবাজার ও মিয়ানমারের কায়াকপুরে আঘাত হানতে পারে প্রবল ঘূর্ণিঝড় মোকা। এ সময় গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫০ থেকে ১৬০ কিলোমিটার।

(ঢাকাটাইমস/১২মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধানে কারেন্ট পোকার আক্রমণ, দিশেহারা জামালপুরের কৃষক 
ফরিদপুরে দেড় লাখ টাকায় ‘বিক্রি হওয়া’ সেই শিশু উদ্ধার
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল ইসি
ঝিকরগাছায় পুকুরে ডুবে শিশুর মৃত্য
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা