ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইয়াবাসহ নারী গ্রাম পুলিশ গ্রেপ্তার

আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
| আপডেট : ১৩ মে ২০২৩, ১৬:০৩ | প্রকাশিত : ১৩ মে ২০২৩, ১৫:৪০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রাম পুলিশ তানিয়া আক্তারকে (২৫) গ্রেপ্তার করেছে সরাইল থানার পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলা সদরের সরাইল গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ তানিয়াকে গ্রেপ্তার করে। সরাইল সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ তানিয়া নিজসরাইল গ্রামের বিল্লাল মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, তানিয়া আক্তার গ্রাম পুলিশ হওয়ার সুবাদে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত। স্বামী বিল্লাল মিয়া মাদকের স্থানীয় গডফাদার হিসেবে পরিচিত।

তানিয়ার গ্রেপ্তার এলাকাবাসী সন্তুষ্টি প্রকাশ করে স্বামী বিল্লাল মিয়াসহ অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ জানিয়ে এসআই মো. জয়নাল আবেদীন-২ এর নেতৃত্বে পরিচালিত অভিযানের সময় ৫৫০ পিস ইয়াবাসহ তানিয়া গ্রেপ্তার হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় স্বামী বিল্লাল।

সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন তানিয়া গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন তানিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে, তানিয়াকে আদালতে সোপর্দ করার পক্রিয়া চলছে। উল্লেখ্য বিল্লাল মিয়ার বিরুদ্ধে একাধিক থানায় মাদক মামলা রয়েছে।

(ঢাকাটাইমস/১৩মে/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :