মানিকগঞ্জে হেরোইন ও মদসহ চারজনকে গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মে ২০২৩, ১০:০৯

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইন ও নয় লিটার চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আবুল কালাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার উত্তর আঙ্গারিয়া গ্রামের মো. মামুন, আব্দুল হালিম, মো. সেলিম মিয়া ও পূর্ব ভাকুম গ্রামের মো. জমির উদ্দিন।

পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, ‘গতকাল বিকাল থেকে রাত পর্যন্ত সিংগাইর উপজেলায় পৃথক পৃথক অভিযান চালানো হয়। উপজেলার উত্তর আঙ্গারিয়া গ্রাম থেকে উপ-পরিদর্শক বিল্লাল হোসেন ৩০ গ্রাম হেরোইনসহ মামুন, হালিম ও সেলিমকে গ্রেপ্তার করেন। অপর অভিযানে উপ-পরিদর্শক রিপন নাগ জমির উদ্দিনকে পূর্ব ভাকুম গ্রাম থেকে নয় লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ গ্রেপ্তার করেন।’

আরও পড়ুন: কক্সবাজারে বিধ্বস্ত ২ হাজার ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত ১০ হাজার: জেলা প্রশাসক

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন। তারা জামিনে বের হয়ে পুনরায় মাদক বিক্রির সঙ্গে জড়িয়েছেন। জব্দ হেরোইন ও চোলাই মদের আনুমানিক বাজার মূল্য তিন লাখ নয় হাজার টাকা। এ ঘটনায় সিংগাইর থানায় দুটি পৃথক মামলা করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৫মে/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :