টেকনাফে বিদ্যুৎহীন ২০ হাজার গ্রাহক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ মে ২০২৩, ১২:৪৯

ঘূর্ণিঝড় ‘মোখা'র প্রভাবে টেকনাফে বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ২০ হাজার গ্রাহক এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ঘোর অন্ধকারে রয়েছে। এখনও পরিপূর্ণ আশ্বাস দিতে পারেননি বিদ্যুৎ বিভাগ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, টেকনাফের সাবরাং, শাহপরীর দ্বীপ, সদর, হ্নীলা ও বাহারছড়াতে ঘূর্ণিঝড় ‘মোখা'র প্রবল বাতাসে কোথাও খুঁটি ভেঙেছে, কোথাও তার ছিঁড়েছে, আবার কোথাও মিটার ভেঙেছে। এছাড়া ট্রান্সফরমার নষ্ট হয়েছে একাধিক। অন্যদিকে, গাছপালা ভেঙে বৈদ্যুতিক তার ছিঁড়ার হার চোখে পড়ার মতো।

জানা গেছে, টেকনাফ পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের অধীনে নিয়মিত গ্রাহক সংখ্যা প্রায় ৬০ হাজার। ইতোমধ্যে ৪০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।

অবকাঠামো ভেঙে যাওয়ায় এখনও বিদ্যুৎহীন অবস্থায় আছেন ২০ হাজারের মতো গ্রাহক। বিদ্যুতের কারণে খাবার পানি সংকটে টেকনাফের মানুষ। টেকনাফে ডিজিএমের গাফিলতির কারণে বিদ্যুতের লাইন স্বাভাবিক করতে এতদিন সময় হচ্ছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে টেকনাফ পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম বলেন, 'মোখায় অত্যধিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড় থামার পর থেকেই মেরামতের কাজ শুরু করেছি। এখনও কাজ চলছে। খুব দ্রুতই গ্রাহক বিদ্যুৎ পাবেন বলে আশা করছি।’

(ঢাকাটাইমস/১৭মে/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :