স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শেখ হাসিনাকে আ.লীগ নেতাদের শুভেচ্ছা

৪৩তম স্বদেশে প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন দলের নেতারা।
বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা জানাতে গণভবনে যাওয়া নেতাদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক, ড. হাছান মাহমুদ, মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন কার্যনির্বাহী সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ প্রমুখ।
আরও পড়ুন>শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধী ঘাতকদের হাতে সপরিবার বঙ্গবন্ধুকে হত্যাকার পর দীর্ঘ দিন বিদেশে নির্বাসিত জীবন কাটাতে হয় শেখ হাসিনাকে। তার দেশে ফেরার নিষেধাজ্ঞা দেওয়া হয়। সব বাধা বিপত্তি উপেক্ষা করে ১৯৮১ সালের ১৭ মে তিনি স্বদেশে ফিরে আসেন।
আরও পড়ুন>তিনি কথা দিয়েছিলেন তিনি কথা রেখেছেন
দেশে ফেরার পর থেকে শেখ হাসিনা টানা ৪৩ বছর ধরে সফলতার সঙ্গে নেতৃত্ব দিয়ে চলেছেন এ দেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধসহ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বদানকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে। সেই সঙ্গে তার যোগ্য নেতৃত্বে চার চার বার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে শেখ হাসিনার নেতৃত্বেই বর্তমানে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় থাকার ইতিহাস গড়েছে দলটি। আর এই চার বারের আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা।
(ঢাকাটাইমস/১৭মে/জেএ/এফএ)

মন্তব্য করুন