দেড় মাসে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ

পুলক রাজ, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২৩, ১৭:০৭| আপডেট : ১৭ মে ২০২৩, ১৭:৪৪
অ- অ+

রাজধানীর বাজারে গত এপ্রিল মাসের শুরুতেও প্রতি কেজি পেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে। তবে দেড় মাসের ব্যবধানে তা বাড়তে বাড়তে এখন দ্বিগুণ হয়ে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেঁয়াজের এই মূল্য বৃদ্ধিতে অসন্তোষ ক্রেতাদের মধ্যে।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, বেশি দামে কিনতে হচ্ছে। তাই তারা বেশি দামে বিক্রি করছেন। তবে ক্রেতারা বলছেন, সরকারের তথ্য অনুযায়ী দেশে পেঁয়াজের পর্যাপ্ত মজুত আছে। তাছাড়া এখন পেঁয়াজের মওসুম চলছে। ফলে এ মুহূর্তে পেঁয়াজের দাম এত বেশি থাকার কোনো কারণ নেই।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, মহানগর প্রজেক্ট, মগবাজার, ইস্কাটন গার্ডেনসহ রাজধানীর বিভিন্ন বাজারে দেড় মাসের ব্যবধানে প্রতিকেজি পেঁয়াজ ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)’র তথ্য মতে, দেড় মাস আগে পেঁয়াজের কেজি ছিল ৩০/৪০ টাকা। তবে এখন বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়। ফলে দেড় মাসের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ৯৩ শতাংশ।

এছাড়া গত বছর একই সময়ে বাজারে পেঁয়াজের দাম ছিল ৪০ থেকে ৪৫ টাকার মধ্যে। অর্থাৎ বছরের ব্যবধানে এই বৃদ্ধি প্রায় ৫৯ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পেঁয়াজ আমদানি মার্চ মাস থেকে বন্ধ আছে। বেশ কিছুদিন নিয়ন্ত্রণের পর হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম।

পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে মগবাজার এলাকার মুদি দোকানি ফুয়াদ মিয়া ঢাকা টাইমসকে বলেন, পেঁয়াজের আমদানি বন্ধ হওয়ার কারণে পেঁয়াজের দাম বেড়েছে বলে শুনেছি। এরকম হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণে দুশ্চিন্তায় আছি।

রামপুরা এলাকার মুদি দোকানি আফসার হোসেন ঢাকা টাইমসকে বলেন, বাজারে হঠাৎ যেকোনো পণ্যের দাম বেড়ে যায়। ফলে আমরা খুচরা ব্যবসায়ীরা মহাবিপদে আছি। কারণ ব্যবসায় পুঁজি খাটানো লাগছে অতিরিক্ত।

আফসার বলেন, আসন্ন কুরবানি ঈদের আগেই পেঁয়াজের দাম বেড়ে গেছে। ঈদ যত ঘনিয়ে আসবে ততো বাজার পরিস্থিতি খারাপের দিকে যাবে।

মহানগর প্রজেক্ট এলাকার ক্রেতা সৈয়দ হাবিব ঢাকা টাইমসকে বলেন, জনগণ বাজার নিয়ে হতাশ! আর কতো আমরা এ রকম অস্থিরতায় কাটাবো! ৩০ টাকার পেঁয়াজ ৭০/৮০ টাকায় বিক্রি হচ্ছে বাজারে। এ রকম চলতে থাকলে আমরা বাঁচবো কেমন করে।

আরেক ক্রেতা বলেন, এখন পেঁয়াজের মওসুম চলছে। সরকারের তথ্য অনুযায়ী মজুতও আছে পর্যাপ্ত। ফলে এই মুহূর্তে পেঁয়াজের এত দাম থাকার কোনো কারণ নেই। ব্যবসায়ীদের সিন্ডিকেটের ফলে মানুষের ভোগান্তি হচ্ছে।

(ঢাকাটাইমস/১৭মে/পিআর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা