জামালপুরে এলাকাবাসীর অবরোধে ৫ ঘণ্টা বন্ধ ছিল রেল যোগাযোগ, যাত্রীদের দুর্ভোগ

জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলস্টেশন কার্যক্রম চালু করা এবং স্টেশনে আন্তঃনগর যমুনা ট্রেনসহ অন্যান্য ট্রেনের যাত্রা বিরতির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
বুধবার সকাল ১০ থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নরুন্দি রেলস্টেশনে রেলপথ অবরোধ করে এ কর্মসূচি পালিত হয়।
নরুন্দি রেলওয়ে যাত্রী কল্যাণ সমিতি এ কর্মসূচির আয়োজন করে। এ সময় স্টেশনের কার্যক্রম চালু ও ট্রেনের যাত্রাবিরতির দাবিতে লাইনে স্লিপার রেখে অবরোধ করে।
অবরোধের কারণে জামালপুর-ময়মনসিংহ রুটের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে আন্তঃনগর তিস্তাসহ ৪টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। ফলে কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।
এলাকাবাসী ও জামালপুর রেলস্টেশন সূত্রে জানা যায়, লোকবলের অভাবে দীর্ঘদিন থেকে নরুন্দি রেলস্টেশনের সব কার্যক্রম বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে স্টেশনটি বন্ধ থাকায় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেন। যার কারণে আজ সকাল থেকে নরুন্দি রেলস্টেশনে এলাকার বিক্ষুব্ধ শতাধিক লোক ওই স্টেশনের লাইনের ওপর স্লিপার ফেলে বিক্ষোভ শুরু করেন। রেললাইন অবরোধ করার কারনে ঢাকা থেকে জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ওই স্টেশনে আন্দোলনের মুখে পড়ে। এছাড়াও পিয়ারপুর স্টেশনে আন্তনগর তিস্তা একক্সপ্রেস, ময়মনসিংহ রোডে জামালপুর এক্সপ্রেস, নান্দিনা স্টেশনে ২৫৬ নম্বর লোকাল ও জামালপুর স্টেশনে ২৫৪ নম্বর লোকাল ট্রেন আটকা পড়ে। এতে কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়ে।
এদিকে আন্দোলনে অংশ নিয়ে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কাজী মসিউর রহমান, নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক ভুট্টু প্রমুখ।
পরে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
(ঢাকাটাইমস/১৭মে/এআর)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

গণতন্ত্র দুর্বল করায় দায়ী যে কোনো বাংলাদেশির ওপর আসতে পারে ভিসা নিষেধাজ্ঞা: যুক্তরাষ্ট্র

মানিকগঞ্জে খালাকে হত্যার অভিযোগে ভাগ্নে গ্রেপ্তার

অসুস্থ নাতিকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল দাদার

নোয়াখালীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক যুব পিস ক্যাম্প শনিবার থেকে শুরু

আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটে আগুন

পাবনায় পৌঁছেছে রূপপুর প্রকল্পের ইউরেনিয়াম বহনকারী গাড়ি

চুয়াডাঙ্গায় ব্রিজে ঝুলছিল পল্লী চিকিৎসকের মরদেহ

স্ত্রীকাণ্ডের পর আক্কেলপুর ইউএনও ওএসডি

বরিশালে বালুবাহী ট্রাকের চাপায় দুই শ্রমিকের মৃত্যু
