সিরাজগঞ্জে ঘুষ নেওয়ার অভিযোগে দুই পুলিশ সদস্য প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জ, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ মে ২০২৩, ১৮:৩১

সিরাজগঞ্জের কাজিপুরে লাভলু ইসলাম নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে নির্যাতন এবং তার কাছ থেকে ৪০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দুই উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে।

অভিযুক্ত দুই উপ-পরিদর্শক (এসআই) হলেন- আবুল হোসেন ও শহিদুল ইসলাম শহিদ।

মঙ্গলবার (১৬ মে) রাতে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে আজ বুধবার (১৭ মে) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হান্নান মিয়া জানান, লাভলু ইসলাম নামের ওই ভাঙ্গুরি ব্যাবসায়ী পুলিশ সুপার বরাবর দুই এসআইয়ের নামে নির্যাতন ও ঘুষ গ্রহণের লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে তাদের দুজনকে প্রত্যাহার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পুলিশ সুপার বরাবর দেওয়া লিখিত অভিযোগ সূত্র জানা যায়, দুজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে এসআই আবুল হোসেন ও শহিদুল ইসলাম শহিদ গত ১৩ মে সন্ধ্যায় সদর থানার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে ভাঙ্গুরি মালামাল ব্যবসায়ী লাভলু ইসলামের দোকানে গিয়ে তল্লাশি চালান। অর্ধশত লোকের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে সেখানে কিছুই পাননি তারা। তারপরও লাভলুকে হ্যান্ডকাপ পরিয়ে মহিষামুড়া বাজারের পূর্বদিকে মহিলা মাদরাসার পেছনে নিয়ে আটকে রাখেন এবং তার কাছে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন। এরপর লাভলুর চোখ বেঁধে রেখে আরও ৩০ হাজার টাকা দাবি করেন।

তার পর রতনকান্দি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ওসমান গনি ও আব্দুস সাত্তারকে ফোন দিয়ে ৩০ হাজার টাকা নিয়ে ঘটনাস্থলে আসতে বলেন লাভলু। পরে রতনকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ ৫/৭ জনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। একপর্যায়ে আরও ১০ হাজার টাকা পুলিশকে দিয়ে লাভলুকে ছাড়িয়ে নিয়ে যান। এ বিষয়ে সোমবার (১৫ মে) সিরাজগঞ্জ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী।

এই বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুল ইসলাম মণ্ডলের সঙ্গে কথা হলে তিনি জানান তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্হা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৭মে/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফরিদপুরে রিকশা চালকদের মাঝে ছাতা-পানি বিতরণ জেলা প্রশাসনের

এক জমি পরিষ্কারের আগুনে পুড়ল আরও ২৫ বিঘার ভুট্টা

জানাজায় গিয়ে আইফোন হারালেন ধর্মমন্ত্রী

উপজেলা নির্বাচন: নোয়াখালীর সুবর্ণচরে প্রতিপক্ষের কর্মীকে পিটিয়ে জখম করলেন চেয়ারম্যান

ইসলামপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন আ. লীগের সালাম

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা

পাথরঘাটায় সাংবাদিকদের নামে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

চুয়াডাঙ্গায় ৬ বছরের শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

তীব্র গরমে ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন র‌্যাব কর্মকর্তা

এই বিভাগের সব খবর

শিরোনাম :