কেন্দুয়ায় ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে এমপি অসীম কুমার উকিল

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২৩, ২২:৪২
অ- অ+

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল কেন্দুয়া উপজেলার ১৪ নং মোজাফফরপুর ইউনিয়নে জালিয়ার হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন।

শনিবার বিকাল ৫টার দিকে তিনি হাওর পরিদর্শন করেন।

এ সময় অসীম কুমার উকিল বলেন, কেন্দুয়ার জালিয়ার হাওরের এ বাঁধ হাজার হাজার কৃষকদের ভাগ্য উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। এভাবেই এগিয়ে যাবে কেন্দুয়ার জনসাধারণের জীবন ও জীবিকা। তিনি আরও বলেন, জালিয়ার হাওরের এ বাঁধ নির্মাণে মোজাফফরপুর,হারুলিয়া, চৌকিধরা,মাহমুদপুর, চারিতলাসহ আরও বেশ কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘ দিনের কষ্ট দূর হবে।

এ সময় মোজাফফরপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির আলম ভূঞাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনগণ সঙ্গে ছিলেন।

দীর্ঘদিনের কষ্ট লাঘবে এমপি অসীম কুমার উকিল যে ভূমিকা রেখেছেন সেই জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এলাকাবাসী।

(ঢাকাটাইমস/২০মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা