কুষ্টিয়ায় কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক সহপাঠী পলাতক

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২৩, ২৩:২০
অ- অ+

কুষ্টিয়ার কুমারখালীতে একাদশ শ্রেণির শিক্ষার্থী ওবায়দুল শেখ ইমন (১৯)-এর ছুরিকাঘাতে তানজিল শেখ (১৮) নামের আরেক সহপাঠীর মৃত্যু হয়েছে।

শনিবার বেলা ৩টায় কুষ্টিয়ার কুমারখালীর পান্টি স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

নিহত তানজিল শেখ পান্টি ইউনিয়নের ওয়াশী গ্রামের মনিরুল শেখের ছেলে। সে পান্টি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বেলা তিনটার দিকে পান্টি স্কুল মাঠে তানজিল ও পান্টি গ্রামের মিলনের ছেলে ইমনের মধ্যে স্বাভাবিক কথাবার্তার এক পর্যায়ে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এসময় ইমন তার পকেটে থাকা ছুরি বের করে তানজিলের বুকে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তানজিলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসাইন জানান, হত্যার মূল কারণ স্পষ্ট করে জানা যায়নি। এ ঘটনার পর থেকে অভিযুক্ত এবং তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। অভিযুক্ত ইমনকে আটকের জন্য চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/২০মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা