জামালপুরে ক্লাস বাদ দিয়ে শিক্ষার্থীদের দিয়ে ভূমি সেবা সপ্তাহ পালন

জামালপুরের মেলান্দহে রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস বাদ দিয়ে ভূমি সেবা সপ্তাহ পালনের অভিযোগ উঠেছে মেলান্দহ উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস বিরুদ্ধে।
সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে মেলান্দহ উপজেলা ভূমি অফিসের সামনে ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান।
পরে মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে এক আলোচনায় যুক্ত হন অতিথিরা এবং শিক্ষার্থীরা। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা হয়।
এসময় উপজেলার রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ৪০-৫০ জন শিক্ষার্থীদের নিয়ে ভূমিকা সেবা সপ্তাহ পালন করা হয়। কি জন্য শিক্ষার্থীদের এখানে ডেকে আনা হয়েছে কিছুই জানে না তারা এমন বক্তব্য দিয়েছে তারা।
অনুষ্ঠান শুরুর আগে কথা হয় কয়েকজন শিক্ষার্থীর সাথে তারা জানান, এখানে কি অনুষ্ঠান হবে আমরা কিছুই জানি না। আমাদের ইংরেজি দ্বিতীয়পত্র ক্লাস ছিলো ক্লাস বাদ দিয়ে আমরা সবাই আসছি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ইউএনও স্যার আমাদের হেড স্যারকে কল দিয়ে কিছু শিক্ষার্থী নিয়ে আসতে বলছে তাই আমরা তাদেরকে নিয়ে আসছি। এখানে কি অনুষ্ঠান হবে আমরাও জানতাম না।
এ বিষয়ে রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদুর রহমান বলেন, আমাকে মেলান্দহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কল দিয়ে ভূমি সেবা সপ্তাহে ৫০ জন শিক্ষার্থী নিয়ে আসতে বলছে। ইউএনও এবং এসিস্ট্যান্ট স্যার বলছে তাই শিক্ষার্থীদের পাঠানো হয়েছে। শিক্ষার্থীরা ৩টার দিকে গেছে ৪টা দিকে চলে আসছে।
একাডেমি সুপারভাইজার মো. আশরাফুল আলম বলেন, ভূমি সেবা সপ্তাহে শিক্ষার্থীদের আসার জন্য ইউএনও স্যার বলেছিল তার জন্য আমি ডাকছিলাম। ওই স্কুলের স্যারকে শিক্ষার্থীদের নিয়ে আসার বলেছিলাম।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞা বলেন, এখন এস এস সি পরীক্ষা চলতাছে। ভূমি সেবা শিক্ষামূল। আর স্কুল তো বন্ধ। এটাতো অনেকটা ক্লাসের মতোই ছিল। ভূমি সেবা সম্পর্কে শিক্ষার্থীরা জানলো।
এ বিষয়ে জামালপুরের জেলা প্রশাসক শ্রাবস্তী রায় বলেন, এটি জনসচেতনমূলক সভা এখানে সকল শ্রেণির পেশার মানুষ থাকতে পারে। এখন এসএস সি পরীক্ষা চলছে এমনিতেই ক্লাস চলছে না। মেলান্দহে আপনাদের সাথে কি কথা হয়েছে। এ বিষয়ে আমার বক্তব্য দেওয়ার সুযোগ নেই, ওখানে কি বলেছে না বলেছে। আপনি উপজেলা নির্বাহী অফিসার সাথে কথা বলেন। এটি জনসচেতন মূলক সভা, সকল শ্রেণির মানুষকে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া আছে।
(ঢাকাটাইমস/২৩মে/এসএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

শিশুকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে প্রতিবেশী চাচা

মাটিরাঙ্গায় সাড়ে ১১ লাখ টাকার ভারতীয় মদ ও সিগারেট জব্দ, আটক ১

গণতন্ত্র দুর্বল করায় দায়ী যে কোনো বাংলাদেশির ওপর আসতে পারে ভিসা নিষেধাজ্ঞা: যুক্তরাষ্ট্র

মানিকগঞ্জে খালাকে হত্যার অভিযোগে ভাগ্নে গ্রেপ্তার

অসুস্থ নাতিকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল দাদার

নোয়াখালীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক যুব পিস ক্যাম্প শনিবার থেকে শুরু

আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটে আগুন

পাবনায় পৌঁছেছে রূপপুর প্রকল্পের ইউরেনিয়াম বহনকারী গাড়ি

চুয়াডাঙ্গায় ব্রিজে ঝুলছিল পল্লী চিকিৎসকের মরদেহ
