সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলশিক্ষার্থী নিহত, আহত ২

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ২৩ মে ২০২৩, ১৩:১১| আপডেট : ২৩ মে ২০২৩, ১৫:২০
অ- অ+

সুনাগঞ্জের ধর্মপাশা উপজেলায় বজ্রপাতে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নের বরইয়া নদীর শীমের খাল নামক এলাকায় এই দুঘর্টনা ঘটে। এ সময় আরও দুজন আহত হয়েছেন।

নিহত ওমর ফারুক জয়শ্রী ইউনিয়নের বাদেহরিপুর গ্রামের আলীম উদ্দিনের ছেলে। সে জয়শ্রী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আহত কালাচাঁন ও কাসেমও বাদেহরিপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ওমর ফারুকসহ কয়েকজন বাদেহরিপুর থেকে নৌকায় করে ধান বিক্রির জন্য মধ্যনগর বাজারে নিয়ে যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে নৌকাটি বরইয়া নদীর শীমেরখাল নামক এলাকায় গেলে আকস্মিক বজ্রপাত হলে ওমর ফারুক পানিতে পড়ে নিখোঁজ হয়। এ সময় কালাচাঁন ও কাসেম গুরুতর আহত হন। পরে বেলা ১১টার দিকে স্থানীয় এলাকাবাসী ও পরিবারের লোকজন নদীতে জাল ফেলে ওমর ফারুকের মরদেহ উদ্ধার করে।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী।

(ঢাকাটাইমস/২৩মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা