সালথায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২০, ইউপি সদস্য আটক

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০২৩, ০৮:১৫
অ- অ+

ফরিদপুরের সালথায় এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিবাদমান দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুগোলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় এক পক্ষের দলনেতা ইউপি সদস্য মো. আদেল মোল্লাসহ দুজনকে আটক করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তার ও গ্রাম্য দলাদলি নিয়ে তুগোলদিয়া গ্রামের ইউপি সদস্য আদেল মোল্লার সঙ্গে সাবেক ইউপি সদস্য সুলতান মোল্লা ও কুদ্দুস কসাইয়ের রিবোধ চলে আসছে। এরই মধ্যে একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ আরো তীব্র হয়। বিষয়টি নিয়ে বেশ কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল।

বুধবার সকালে নতুন করে পাওনা টাকা চাওয়া নিয়ে সুলতান ও কুদ্দুসের সমর্থক সানোয়ার মোল্লার সঙ্গে আদেল মোল্লার সমর্থক রবিউল ইসলামের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। বিষয়টি তৎক্ষাণিক মিমাংসা করে দেন উভয় পক্ষের নেতারা। কিন্তু বিকালে আদেলের সমর্থক সাইফুল মোল্লার বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এতে সাইফুলের মা লক্ষী বেগম ও স্ত্রী রেজিয়া বেগম আহত হন।

এই খবর উভয় পক্ষের মধ্যে ছড়িয়ে পড়লে কয়েকশত লোক দেশীয় অস্ত্র ঢাল, কাতরা, ভেলা, শরকি, টেটা ও ইটের টুকরো নিয়ে স্থানীয় একটি মাঠের মধ্যে জড়ো হয়। একপর্যায় তারা সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে এই সংঘর্ষে আশপাশের কয়েক গ্রামের মানুষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এসে অংশ নেয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় উভয় পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে রেজিয়া বেগম, লক্ষী বেগম, আসমা বেগম, নরুল শেখ, সানো কসাই ও নয়ন কাসাইকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: গাজীপুরে আজ ভোট: আজমত-জায়েদার লড়াই, শেষ হাসি কার

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনা দুজনকে আটক করা হয়েছে। (ঢাকাটাইমস/২৫মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা