খালেদা জিয়াকে চেয়ারপার্সন করার প্রথম প্রস্তাবকারী মুক্তিযোদ্ধা বদিউজ্জামান আর নেই

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ মে ২০২৩, ১৪:১৩ | প্রকাশিত : ২৫ মে ২০২৩, ১৩:৪৪

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিএনপির চেয়ারপার্সন করার প্রথম প্রস্তাবকারী বীর মুক্তিযোদ্ধা মো. বদিউজ্জামান মোল্লা (৮০) মারা গেছেন।

বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার ভোররাতে ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ফরিদপুরের অবিভক্ত নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদে পাঁচ বারের নির্বাচিত চেয়ারম্যান। এলাকায় তিনি একজন সৎ পরিচ্ছন্ন ও জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন।

আরও পড়ুন: কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ সারি, ভোটগ্রহণে ধীরগতি

তার মৃত্যুতে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা গভীর শোক প্রকাশ করেছেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বৃহস্পতিবার বাদ আসর উপজেলার সোনাপুর গ্রামের নিজ বাড়ির পাশে মোন্তারমোড়ে মরহুমের নামাজের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

(ঢাকাটাইমস/২৫মে/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :