কেরানীগঞ্জে আ.লীগের কার্যালয়ে ‘হামলার প্রতিবাদে’ শনিবার বিক্ষোভ

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের কার্যালয় শুক্রবার বিকালে ‘হামলা করা হয়েছে’ জানিয়ে এ ঘটনার প্রতিবাদে আগামীকাল শনিবার বিক্ষোভ কর্মসূছি ঘোষণা করা হয়েছে। শুক্রবার সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি শাহীন আহমেদ।
সংবাদ সম্মেলনে শাহীন আহমেদ বলেন, আমরা আজ হতভম্ব। হঠাৎ নিপুণ রায় এভাবে শান্তিপূর্ণ কেরানীগঞ্জকে অশান্তি তৈরি করতে শুক্রবার সকালে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়েছেন। এ সময় আমাদের পার্টি অফিসে তেমন কোনো নেতাকর্মী ছিলেন না। পার্টি অফিস সব সময় খোলা থাকে এসময় অনেকে আসে যায় পত্রিকা পড়ে। হঠাৎ নিপুন পরিকল্পিতভাবে আমাদের কার্যালয় হামলা চালায়। অফিসে থাকা নেতারা অফিস রক্ষায় এগিয়ে এলে যাকে পায় তাকে মারধর করে। এ সময় প্রায় ৩০/৩৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
শাহীন বলেন, ‘নিপুণ রায় আপনার এত সাহস থাকলে খালি মাঠে এলেন কেন? আসেন রাজপথে।’
এ হামলার প্রতিবাদে শনিবার বিকালে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন শাহীন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই মামুন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সহ সভাপতি ও শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজি মো. ইকবাল হোসেন, সহ সভাপতি হাজি মো. জাহাঙ্গীর শাহ খুশি (আগানগর ইউপি চেয়ারম্যান), জিনজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মো. সাকুর হোসেন সাকু, জিনজিরা আওয়ামীলীগ সভাপতি হাজি মো. মোস্তাক আহমেদ সহ থানা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
(ঢাকাটাইমস/২৬মে/কেএম)

মন্তব্য করুন