‘বয়স কোনো ব্যাপার নয়’, দ্বিতীয় বিয়ের পর বললেন আশিষ বিদ্যার্থী

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মে ২০২৩, ১৪:৩৫
অ- অ+

২২ বছরের দাম্পত্যের ইতি টেনে আবারো সংসার সাজিয়েছেন বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আশিষ বিদ্যার্থী। অভিনেতার দ্বিতীয় বিয়ের খবর সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা ধরণের বিতর্ক।

প্রথমত এই বয়সে বিয়ে করা, দ্বিতীয়ত সাবেক স্ত্রী রাজশি বড়ুয়ার সঙ্গে ভাঙন। দুইয়ে মিলে বিতর্কের সৃষ্টি হয় তাকে ঘিরে। এবার অভিনেতা নিজেই সমস্ত কিছু নিয়ে মুখ খুললেন।

শক্রবার রাতে নিজের ফেসবুক পেজ থেকে করা এক লাইভে অভিনেতা জানিয়েছেন, কীভাবে স্ত্রী রূপালির সঙ্গে তার পরিচয়, কীভাবে সাবেক স্ত্রী রাজশি ওরফে পিলুর সঙ্গে বন্ধুত্বপূর্ণ বিবাহবিচ্ছেদ ঘটেছে তার।

একইসঙ্গে সবার ভুল ভাঙাতে এই অভিনেতা বলেন, তার বয়স ৬০ নয়, ৫৭ (চারদিকে শোনা যাচ্ছিল, তার বয়স ৬০)। এছাড়া তার নববধূর বয়স ৫০ বলেই জানিয়েছেন।

ভিডিওতে আশিষ বলেন, সেই সময়ে সম্ভবত আমি ৫৫ ছিলাম, যখন আমি বলেছিলাম যে কাউকে বিয়ে করতে চাই। এভাবেই রূপালি বড়ুয়ার সঙ্গে আমার সাক্ষাৎ। আলাপ, পরিচয় ঘটে। আমরা একে অপরের সম্পর্কে আকৃষ্ট হতে থাকি। বুঝতে পারি, স্বামী-স্ত্রী হিসাবে ঘর করতে পারি। আর তাই রূপালির সঙ্গে আমার বিয়ে।

বয়সের বিষয়ে এই অভিনেতা বলেন, বয়স কোনো ব্যাপার নয়। আমরা প্রত্যেকে সুখী হতে পারি। বয়স যাই হোক না কেন। তাই মানুষ যেভাবেই জীবনযাপন করতে চান, সেটিকে সম্মান করি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৫ মে) কলকাতার এক ক্লাবে ছিমছাম অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন আশিষ বিদ্যার্থী ও রুপালি বড়ুয়া। আসামের মেয়ে রুপালির কলকাতায় একটি ফ্যাশন হাউজ রয়েছে।

(ঢাকাটাইমস/২৭মে/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তান থেকে চার্টার্ড ফ্লাইটে ফেরানো হবে রিশাদ ও নাহিদকে!
মেঘনায় অনুমোদনহীন ডেন্টালে জীবাণুযুক্ত যন্ত্রপাতি ব্যবহার, ছড়াচ্ছে হেপাটাইটিস বি
ই-হজ সিস্টেমে ভিসা বাতিল করার অপশন চালু
পাকিস্তানি বিনোদন অঙ্গনের ওপর কঠোর সিদ্ধান্ত নিল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা