চার দেশের রাষ্ট্রদূত ‘শর্তসাপেক্ষে’ এসকর্ট সুবিধা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায় নিযুক্ত চার দেশের রাষ্ট্রদূতরা বাইরে চলাফেরায় শর্তসাপেক্ষে পুলিশের এসকর্ট সুবিধা বহাল থাকছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার গণমাধ্যমে তিনি এ কথা জানান। দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও সৌদি আরব।
মন্ত্রী বলেন, ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতদের বাইরে চলাফেরায় পুলিশের স্থায়ী এসকর্ট সুবিধা প্রত্যাহার নিয়ে নানা আলোচনা চলছে। এরমধ্যে শর্তসাপেক্ষে পুলিশের নেতৃত্বে রাষ্ট্রদূতদের এসকর্ট সুবিধা বহাল থাকছে। দূতাবাসগুলোর চাহিদা সাপেক্ষে এ সুবিধা বহাল থাকছে।
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘২০১৩ সালে আগুন সন্ত্রাসের প্রেক্ষিতে কয়েকজন রাষ্ট্রদূতকে বাইরে চলাফেরার সময় পুলিশ সদস্যদের সমন্বয়ে সার্বক্ষনিক এসকর্ট সুবিধা দেওয়া হতো। কিন্তু এখন আগের পরিস্থিতি না থাকায় তাদের এসকর্ট সুবিধা তুলে নেওয়া হয়েছিল।'
তবে রাষ্ট্রদূতরা চাইলে আবারও এসকর্ট সুবিধা ফিরে পাবেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শর্তসাপেক্ষে সবাই এসকর্ট সুবিধা ফিরে পাবেন। রাষ্ট্রদূতদের এসকর্ট সুবিধা দেওয়ার জন্য আমাদের আনসার গার্ড রেজিমেন্ট (এজিবি) সদস্যরা প্রস্তুত রয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো দূতাবাস যদি মনে করে তাদের এসকর্ট সুবিধা দরকার তাহলে তারা সেখান থেকে সেই সুবিধা নিতে পারবে। একজন পুলিশ কমান্ডারের নেতৃত্বে তাদেরকে এসকর্ট সুবিধা দেওয়া হবে।’
১৪ মে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও সৌদি আরবের রাষ্ট্রদূতদের স্থায়ী এসকর্ট সুবিধা প্রত্যাহার করে নেওয়া হয়। ওইদিন সকাল ছয়টার দিকে পুলিশের তরফে মার্কিন দূতাবাসকে জানানো হয়, আজ থেকে রাষ্ট্রদূত পুলিশের এসকর্ট সুবিধা পাবেন না। অন্যান্য দূতাবাসকেও পর্যায়ক্রমে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।
(ঢাকাটাইমস/২৭মে/এসএস/কেএম)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সরকারের অর্জন নিয়ে ১১৩৭ ভিডিও প্রকাশ

শুভ জন্মদিন উন্নয়নের বাতিঘর

যুক্তরাষ্ট্রের কড়া নজরে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগে উন্নয়ন সংক্রান্ত সহস্রাধিক ভিডিও আপলোড

পর্যটন বিকাশে খাদ্যের নিরাপদতার জন্য ইতিবাচক পরিবেশ তৈরি গুরুত্বপূর্ণ: আব্দুল কাইউম সরকার

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় জোর দেয়ার তাগিদ

বিসিবির কোন সে পরিচালক? কাকে ইঙ্গিত করলেন তামিম ইকবাল?

‘দুর্যোগে দেশের মানুষ ঘুরে দাঁড়াতে পারে, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা উন্নতমানের’

চার দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল শুরু
