বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মে ২০২৩, ১৯:৪৫| আপডেট : ২৭ মে ২০২৩, ২২:৩০
অ- অ+

বঙ্গবন্ধুর ‘জুলিও-কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন করেছে ঢাকা স্কুল অব ইকোনমিক্স (ডিএসসিই)।

শনিবার (২৭ মে) অর্থনীতিবিদ ক্লাব ও ঢাকা স্কুল অব ইকোনমিক্স (ডিএসসিই) এর উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধুর জুলিও-কুরি শান্তি পদক প্রাপ্তির ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

ঢাকা স্কুল অব ইকোনমিক্সের অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান ও রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন লে. ক. (অব.) ডা. জায়েদ আল হাসান।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মান্নান বলেন, বঙ্গবন্ধু সবসময় শান্তিতে বিশ্বাসী ছিলেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মুহম্মদ মাহবুব আলী বলেন, বঙ্গবন্ধুর মহতি, সৃজনশীল কাজের স্বীকৃতির জন্য সেই সময় নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল।

‘বঙ্গবন্ধুর বাংলাদেশে রক্তের অভাবে কেউ মারা যাবে না’ শ্লোগানকে সামনে রেখে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক রেহানা পারভীন, ডা. সারা তাসনিম ও প্রভাষক শামীম আহমদ।

অনুষ্ঠান উপস্থাপনা করেন, হুমায়রা তাবাসসুম এবং সায়াদ বিন সোহেল। রক্তদান কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের ব্লাড ব্যাংক।

(ঢাকাটাইমস/২৭মে/এমআই/এআর )

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
যশোরে দুর্বৃত্তের এসিড নিক্ষেপে একই পরিবারের ৩ জন দগ্ধ 
গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১৮ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা