সাক্ষী হাজির করতে না পারায় এক দিন পেছাল তারেক-জোবায়দার মামলায় সাক্ষ্যগ্রহণ

অবৈধ সম্পদ অর্জনে দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমান অবৈধ সম্পদের মামলার সাক্ষ্যগ্রহণ হয়নি। কোনো সাক্ষীকে হাজির করতে না পারায় শুনানি সোমবার দিন ধার্য করেছে আদালত।
ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান রবিবার এ আদেশ দেন।
এদিন দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল কোনো সাক্ষীকে আদালতে হাজির করতে পারেননি।
অন্যদিকে আভিযোগপত্রে উল্লেখ করা চার সাক্ষী ঢাকা ব্যাংকের সাবেক কর্মকর্তা লায়লা জাকারিয়া এবং প্রাইম ব্যাংকের সাবেক কর্মকর্তা হুমায়ুন কবির, আবদুল্লাহ আল হাসান এবং শেখ আশরাফুল ইসলামকে তাদের ঠিকানায় পাওয়া যায়নি বলে ইতোমধ্যে পুলিশ দুটি পৃথক আবেদনে জানিয়েছে।
এর আগে মামলার অভিযোগকারীসহ তিন জন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন।
২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় এ মামলা করে দুদক।
মামলায় তারেক-জোবায়দার বিরুদ্ধে ঘোষিত আয়ের বাইরে চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া, সম্পদের তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়।
পরে ওই বছর তারেক রহমান ও জোবাইদা রহমান মামলার বৈধতা চ্যালেঞ্জ করে আলাদা রিট আবেদন করেন। এর মধ্যে ২০০৮ সালের ৩১ মার্চ এ মামলায় অভিযোগপত্র দেয় দুদক।
২০২২ সালের ১ নভেম্বর আদালত তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে আনা অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর গত ১৯ জানুয়ারি তাদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেন।
(ঢাকাটাইমস/২৮মে/ডিএম)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

বিএনপি নির্বাচনে না এলে ‘আসন’ বাড়বে মহাজোট শরিকদের

দলে ফিরতে চান হাজারের বেশি ‘বহিষ্কৃত’, বিএনপি দপ্তরে চিঠির স্তূপ

নির্ধারিত সময়েই নির্বাচন হবে, নিষেধাজ্ঞা দিয়ে কোনো ফল হবে না: হানিফ

নির্বাচন কোন পথে চলবে সেটা জনগণ নির্ধারণ করবে: গণতন্ত্র মঞ্চ

পুরান ঢাকার আ.লীগ নেতা জাহাঙ্গীর উল-আলম আর নেই

আলটিমেটামের ৩৬ দিন বিএনপিকে দাঁড়াতে দেব না: কাদের

নীশিরাতের ভোট আর সম্ভব নয়: কর্নেল অলি

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হলে আ.লীগের ভরাডুবি হবে: নজরুল ইসলাম

আ.লীগের নির্বাচনি ইশতেহার প্রণয়ন উপকমিটিতে যারা
