প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ফরিদপুরে আ.লীগের সমাবেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও দেশব্যাপী বিএনপির নৈরাজ্য, সন্ত্রাস ও প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শহরের ঝিলটুলি ব্রাহ্মসমাজ সড়কে রবিবার বিকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে শত-শত নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুবল চন্দ্র সাহা।
সমাবেশে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী এ কে আজাদ, সহ-সভাপতি ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক শওকত আলী জাহিদ, কোষাধ্যক্ষ ড. যশোদা জীবন দেবনাথ, মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ, ফরিদপুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক মাহাতাব আলী মিথু, জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আক্কাস হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুসরত রসুল তানিয়া প্রমুখ।
(ঢাকাটাইমস/২৮মে/এমআই/এসএস/ডিএম)

মন্তব্য করুন