কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: বর্ষসেরা সংস্থা বাংলাদেশ কাবাডি ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০২৩, ১০:০৪| আপডেট : ২৯ মে ২০২৩, ১০:২২
অ- অ+

জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২২ সালের স্পোর্টস অ্যাওয়ার্ড দিয়েছে দেশের ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। এবার ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বর্ষসেরা সংস্থা হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

রবিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বিশেষ অতিথি ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন অব এশিয়ার (এআইপিএস এশিয়া) ভাইস প্রেসিডেন্ট মোবারক আলবোয়াইন ও সেক্রেটারি জেনারেল আমজাদ আজিজ মালিক।

কাবাডি ফেডারেশনকে বর্ষসেরা সংস্থা হিসেবে নির্বাচিত করায় বিএসপিএ এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আরও পড়ুন: লতার সেঞ্চুরিতে খেলাঘরের বড় জয়

প্রসঙ্গত, বিএসপিএ ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবার দুই বছর পর ১৯৬৪ সাল থেকে সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের পুরস্কৃত করে আসছে। এরই ধারাবাহিকতায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২২ সালের সেরাদের পুরস্কার তুলে দেওয়া হয়।

(ঢাকাটাইমস/২৮ মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইভীকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে ত্বকীর বাবার ফেসবুক পোস্ট
আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলা, আহত ৫
বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের বৈঠক
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে: মঈন খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা