নেই নেইমার-জেসুস, ব্রাজিল দলে পাঁচ নতুন মুখ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০২৩, ১৯:৪৪
অ- অ+

আগামী জুন মাসে দুটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে ব্রাজিল ফুটবল দল। সেই লক্ষ্যে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিলের অন্তবর্তীকালীন কোচ রেমন মেনেজেস। ঘোষিত এই দলে নেই নেইমার ও জেসুসের মতো তারকা। আর নতুন মুখ হিসেবে থাকছেন মোট পাঁচজন।

নেইমার-জেসুস ছাড়াও দলে নেই রাফিনহা ও অ্যান্টোনির মতো তারকারা। আর নতুন পাঁচজন হলেন- ভ্যানডারসন, নিনো, আইরতন লুকাস, জোয়েলিংতন ও ম্যালকম।

গিনির বিপক্ষে ম্যাচ ১৭ জুন স্পেনের বার্সেলোনায়, তিন দিন পর সেনেগালের বিপক্ষে ম্যাচটি পর্তুগালের লিসবনে।

২৩ সদস্যের ব্রাজিল স্কোয়াড:

গোলরক্ষক:

অ্যালিসন, এডেরসন ও ওয়েভারতন।

ডিফেন্ডার: দানিলো, ভ্যানডারসন, অ্যালেক্স তেলেস, আইরতন লুকাস, এদের মিলিতাও, মারকিনিওস, ইবানেজ ও নিনো।

মিডফিল্ডার:

ব্রুনো গিমারেজ, আন্দ্রে, জোয়েলিংতন, কাসেমিরো, ও লুকাস পাকেতা।

ফরোয়ার্ড:

ম্যালকম, পেদ্রো, রিচার্লিসন, রনি, রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র।

(ঢাকাটাইমস/২৯মে/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড্রেজিং কাজে পাঁচদিন বন্ধ থাকবে চন্দ্রঘোনা ফেরিঘাট
পোপ হলেন উত্তর আমেরিকান রবার্ট প্রিভোস্ট, বিশ্ব নেতাদের অভিনন্দন
আ.লীগকে নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে রাতভর অবস্থানের পর সকালেও বিক্ষোভ
এলাকাবাসীর বিক্ষোভ-অবস্থানের মধ্যে অভিযানের সাড়ে ছয় ঘণ্টা পর গ্রেপ্তার সাবেক মেয়র আইভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা