নেই নেইমার-জেসুস, ব্রাজিল দলে পাঁচ নতুন মুখ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৯ মে ২০২৩, ১৯:৪৪

আগামী জুন মাসে দুটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে ব্রাজিল ফুটবল দল। সেই লক্ষ্যে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিলের অন্তবর্তীকালীন কোচ রেমন মেনেজেস। ঘোষিত এই দলে নেই নেইমার ও জেসুসের মতো তারকা। আর নতুন মুখ হিসেবে থাকছেন মোট পাঁচজন।

নেইমার-জেসুস ছাড়াও দলে নেই রাফিনহা ও অ্যান্টোনির মতো তারকারা। আর নতুন পাঁচজন হলেন- ভ্যানডারসন, নিনো, আইরতন লুকাস, জোয়েলিংতন ও ম্যালকম।

গিনির বিপক্ষে ম্যাচ ১৭ জুন স্পেনের বার্সেলোনায়, তিন দিন পর সেনেগালের বিপক্ষে ম্যাচটি পর্তুগালের লিসবনে।

২৩ সদস্যের ব্রাজিল স্কোয়াড:

গোলরক্ষক:

অ্যালিসন, এডেরসন ও ওয়েভারতন।

ডিফেন্ডার: দানিলো, ভ্যানডারসন, অ্যালেক্স তেলেস, আইরতন লুকাস, এদের মিলিতাও, মারকিনিওস, ইবানেজ ও নিনো।

মিডফিল্ডার:

ব্রুনো গিমারেজ, আন্দ্রে, জোয়েলিংতন, কাসেমিরো, ও লুকাস পাকেতা।

ফরোয়ার্ড:

ম্যালকম, পেদ্রো, রিচার্লিসন, রনি, রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র।

(ঢাকাটাইমস/২৯মে/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :