ইভিএমে কারচুপির সুযোগ নেই: সিইসি

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২৩, ১৫:১৬| আপডেট : ৩০ মে ২০২৩, ১৫:২২
অ- অ+

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ফলাফল কারচুপি করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বলেন, ‘ইভিএমে ফলাফল পরিবর্তন করা যায় না।’

ইভিএম নিয়ে যারা সমালোচনা করেন, তাদের পাল্টা চ্যালেঞ্জ দিয়ে সিইসি বলেন, ‘ইভিএমে কারচুপি করার কোনো সুযোগ আছে কি না প্রমাণ করুন।’

মঙ্গলবার দুপুরে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন নিয়ে জেলা শিল্পকলা একাডেমিতে প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এদিন প্রার্থীদের বিভিন্ন অভিযোগ শুনে তাদের সমস্যার বিষয়গুলো সমাধান করার আশ্বাস দেন প্রধান নির্বাচন কমিশনার।

ভোটে পরাজিত হলে প্রার্থীদের ফলাফল হাসি মুখে মেনে নেওয়ার আহ্বান জানিয়ে কমিশন প্রধান বলেন, ‘ভোটাররা স্বাধীনভাবে ভোট দেবেন। কোনো ভোটারকে বাধা দেওয়া যাবে না। ভোটে সব প্রার্থীই নির্বাচিত হবেন না। তাই পরাজিত হলে ভোটের ফল হাসি মুখে মেনে নেবেন।’

সুষ্ঠু ভোটের আয়োজনে স্থানীয় প্রশাসন কঠোর রয়েছে, তাই প্রশাসনকে সহযোগিতা করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন কাজী হাবিবুল আউয়াল। বলেন, ‘নির্বাচন কমিশন ভোট কঠোরভাবে পর্যবেক্ষণ করবে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। কোনো ধরনের আপত্তিকর পরিস্থিতি হতে দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হতে হবে। ভোটে কোনো প্রার্থী বাড়াবাড়ি করলে ক্ষতিগ্রস্ত হবেন।’

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর।

আরও পড়ুন: অবশেষে আত্রাই শুকটিগাছা রাবার ড্যামের কাজ শুরু

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসীর আরেফীন, খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক, কেএমপি পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঞা, খুলনা জেলা পুলিশ সুপার মাহাবুব হাসানসহ কেসিসির সকল মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

প্রসঙ্গত, আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/৩০মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা