ইভিএমে কারচুপির সুযোগ নেই: সিইসি

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ফলাফল কারচুপি করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বলেন, ‘ইভিএমে ফলাফল পরিবর্তন করা যায় না।’
ইভিএম নিয়ে যারা সমালোচনা করেন, তাদের পাল্টা চ্যালেঞ্জ দিয়ে সিইসি বলেন, ‘ইভিএমে কারচুপি করার কোনো সুযোগ আছে কি না প্রমাণ করুন।’
মঙ্গলবার দুপুরে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন নিয়ে জেলা শিল্পকলা একাডেমিতে প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এদিন প্রার্থীদের বিভিন্ন অভিযোগ শুনে তাদের সমস্যার বিষয়গুলো সমাধান করার আশ্বাস দেন প্রধান নির্বাচন কমিশনার।
ভোটে পরাজিত হলে প্রার্থীদের ফলাফল হাসি মুখে মেনে নেওয়ার আহ্বান জানিয়ে কমিশন প্রধান বলেন, ‘ভোটাররা স্বাধীনভাবে ভোট দেবেন। কোনো ভোটারকে বাধা দেওয়া যাবে না। ভোটে সব প্রার্থীই নির্বাচিত হবেন না। তাই পরাজিত হলে ভোটের ফল হাসি মুখে মেনে নেবেন।’
সুষ্ঠু ভোটের আয়োজনে স্থানীয় প্রশাসন কঠোর রয়েছে, তাই প্রশাসনকে সহযোগিতা করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন কাজী হাবিবুল আউয়াল। বলেন, ‘নির্বাচন কমিশন ভোট কঠোরভাবে পর্যবেক্ষণ করবে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। কোনো ধরনের আপত্তিকর পরিস্থিতি হতে দেওয়া হবে না।’
তিনি বলেন, ‘নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হতে হবে। ভোটে কোনো প্রার্থী বাড়াবাড়ি করলে ক্ষতিগ্রস্ত হবেন।’
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর।
আরও পড়ুন: অবশেষে আত্রাই শুকটিগাছা রাবার ড্যামের কাজ শুরু
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসীর আরেফীন, খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক, কেএমপি পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঞা, খুলনা জেলা পুলিশ সুপার মাহাবুব হাসানসহ কেসিসির সকল মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
প্রসঙ্গত, আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
(ঢাকাটাইমস/৩০মে/এসএম)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক আটক

সরকার খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যথেষ্ট আন্তরিক: তথ্যমন্ত্রী

ধর্ষণ মামলার আলামত নষ্টের অভিযোগ, ওসির বিচার চেয়ে রাস্তায় স্কুলছাত্রীর মা

কেরানীগঞ্জে যুবক খুনের ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

গাজীপুরে ইউএনওর ওপর ইউপি চেয়ারম্যানের হামলায় আহত ৪

কেবল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই দেশে ব্যাপক উন্নয়ন করছেন: এমপি রতন

আগুন সন্ত্রাস করলে হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ার নানকের

‘বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্যে মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান’

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর মামলায় আ.লীগ নেতা কারাগারে
