জয়পুরহাটে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২৩, ১৫:৫৪| আপডেট : ৩০ মে ২০২৩, ১৬:৩০
অ- অ+

জয়পুরহাট শহরের গুলশান মোড় এলাকায় এন এ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় অষ্টম শ্রেণির এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র হলো জয়পুরহাট সদর উপজেলার দিওর গ্রামের লদু মিয়ার ছেলে আব্দুর রহমান (১৫)। সে জয়পুরহাট পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, মাদকাসক্ত আব্দুর রহমানকে পরিবারের সদস্যরা দুই বছর আগে জয়পুরহাট শহরের গুলশান মোড় এলাকার এন এ মাদকাসক্ত কেন্দ্রে ভর্তি করিয়ে দেয়। ওই মাদকাসক্ত কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে অজ্ঞাত দুর্বৃত্তরা আব্দুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। সকালে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠিয়েছে।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ওই মাদকাসক্ত কেন্দ্রে ভর্তি থাকা আবু জাফর নামে একজন মাদকাসক্ত ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে আটকের পর জিজ্ঞাসাবাদসহ তদন্ত শেষে রহমানের মৃত্যুরহস্য জানা যাবে বলেও জানান ওসি।

(ঢাকাটাইমস/৩০মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা