গবেষণা জালিয়াতির অভিযোগ: ঢাবি অধ্যাপক রেবেকা সুলতানার বিরুদ্ধে তদন্ত কমিটি

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২৩, ১০:৫৮| আপডেট : ৩১ মে ২০২৩, ১১:০১
অ- অ+

গবেষণা জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক রেবেকা সুলতানার বিরুদ্ধে প্লেজিয়ারিজম (গবেষণা জালিয়াতি) তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন>> ঢাবি শিক্ষক ক্ষণিকা গোপের বিরুদ্ধে ট্রাইবুনাল গঠন

অধ্যাপক রেবেকা সুলতানার বিরুদ্ধে তার পিএইচডি গবেষণায় প্লেজিয়ারিজমের অভিযোগ রয়েছে।বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি এ অভিযোগের সত্যতা পেয়েছে বলে জানা গেছে। এরই প্রেক্ষিতে ওই অধ্যাপকের বিরুদ্ধে অধিকতর তদন্তের জন্য উপ-উপাচার্যকে (শিক্ষা) প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে।

তবে অভিযোগের বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছিলেন অধ্যাপক রেবেকা সুলতানা।

এছাড়াও, সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনায় স্বচ্ছতা ও নৈতিকতা নিশ্চিত করার লক্ষ্যে প্লেজিয়ারিজম (গবেষণা চুরি) নীতিমালা চূড়ান্ত করা হয়েছে।

গবেষণা চুরির মাত্রা অনুযায়ী নীতিমালায় সর্বোচ্চ শাস্তি চাকরিচ্যুতি, ডিগ্রি বাতিল, অনেক বছর কাজ থেকে বিরত রাখা ও জরিমানাসহ বিভিন্ন ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/৩১মে/এসকে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথমবার জনসমক্ষে এলেন আয়াতুল্লাহ আলী খামেনি
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা