ছেলের সঙ্গে ‘মা’ দেখে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরলেন পরীমনি

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ জুন ২০২৩, ১২:১৫ | প্রকাশিত : ০১ জুন ২০২৩, ১২:০৪

গত ২৬ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ও অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’। একসঙ্গে সিনেমাটি দেখতে বুধবার সন্ধ্যায় কাছের কয়েকজন বন্ধু ও সাংবাদিকদের বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে ডেকেছিলেন নায়িকা। সঙ্গে নিয়েছিলেন ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকেও।

কিন্তু এদিন ‘মা’ দেখে তিক্ত এক অভিজ্ঞতা নিয়ে বাসায় ফেরেন পরীমনি। বুধবার রাতেই সেই অভিজ্ঞতার কথা অভিনেত্রী প্রকাশ করেছেন তার ফেসবুকের পাতায়। পরীমনির সেই পোস্টটি এরকম-

‘আজ আমি একসাথে অনেক কষ্ট আর অনেক আনন্দ নিয়ে বাসায় ফিরলাম ‘মা’ সিনেমা দেখতে গিয়ে! কষ্ট পেয়েছি কারণ, আমার বাচ্চাটা অনেক ভয় পেয়েছে। রাজ্য যখন অনেক ছোট তখন থেকেই আমি ওকে নিয়ে হলে গিয়ে ছবি দেখেছি অনেক বার। শো শেষে গণমাধ্যমের সাথে কথা বলেছি সবসময় সুন্দর শৃঙ্খলা পরিবেশে।’

‘কিন্তু আজকে এমন উছশৃঙ্খল অবস্থা তৈরি করলো কেউ কেউ তাতে বাজে ভাবে আমার বাচ্চাটা ভয় পেল। কতো কাছের মানুষজনকে দাওয়াত করে একটা হ্যালোও করতে পারি নাই তাদের সাথে আমি! অথচ আমি আপনাদের সবার সাথে সিনেমা দেখবো, কথা বলবো বলেই তো গিয়েছিলাম।’

‘হল থেকে বেরোনোর সিঁড়িটার মুখে এতো এতো ক্যামেরা আর লাইট দিয়ে আটকে রাখলেন কেউ কেউ। আমি বার বার রিকোয়েস্ট করলাম বের হওয়ার পথটা ছেড়ে দেয়ার জন্যে। আপনাদের মধ্যে অনেকেই বলছিল আমাকে পথ ছেড়ে দিয়ে লবিতে ক্যামেরা সেট করার জন্যে। এই নিয়ে আপনারা নিজেদের মধ্যে ঝামেলা শুরু করলেন যেটাতে বাচ্চাটা ভয় পেয়ে গেল। আপনারা বাচ্চাটার জন্যে একটু সহনশীল হতে পারতেন। কেন যে এমন করলেন!’

‘আর খুশি এই জন্যে যে, আপনাদের মধ্যেই কত মানুষ আমাকে মন থেকেই কত ভালোবাসেন, কেয়ার করেন। থ্যাংক ইউ।’

অর্থাৎ, পরীমনির পোস্ট থেকে স্পষ্ট যে, তার তিক্ত অভিজ্ঞতার নেপথ্যে সাংবাদিকরা। এছাড়া নায়িকার সন্তান রাজ্যর ভয় পাওয়ার কারণ হিসেবেও সাংবাদিকদের হট্টগোলকে দায়ী করেছেন তিনি।

প্রসঙ্গত, ‘মা’ সিনেমাটি সকল ধর্ম-বর্ণ, যুদ্ধ-স্বাধীনতা পেরিয়ে মূলত একজন মায়ের গল্প। যে মা তার কোলের সন্তানকে নিয়ে অন্য এক যুদ্ধজয়ের গল্প শোনাবেন দর্শকদের। এই চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। আরও আছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, শাহাদাত হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/১জুন/এলএম/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :