ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় মরিনহো

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০২৩, ১৫:৩১
অ- অ+

উয়েফা ইউরোপা লিগের ফাইনালে সেভিয়ার কাছে টাইব্রেকারে হেরে শিরোপার স্বপ্ন শেষ হয়েছে হোসে মরিনহোর রোমার। আর তাতেই ইতালিয়ান ক্লাবটিতে তার কোচিং ক্যারিয়ার নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। অবশ্য মরিনহো নিজেও অতিমাত্রায় পরিশ্রান্ত হয়েছেন বলে গণমাধ্যমে জানিয়েছেন।

স্প্যানিশ দলটি ৪-১ গোলে পেনাল্টিতে জয়ী হয়ে সপ্তমবারের মত ইউরোপা লিগের শিরোপা ঘরে তুলেছে।

এই পরাজয় ৬০ বছর বয়সী মরিনহোর জন্য একেবারেই নতুন এক অভিজ্ঞতা। কারন আগের পাঁচ ইউরোপীয়ান ফাইনালেই তিনি জয়ের স্বাদ পেয়েছেন। এর মধ্যে গত বছর প্রথমবারের মত অনুষ্ঠিতব্য উয়েফা কনফারেন্স লিগের শিরোপাও রয়েছে। ম্যাচ শেষে তাৎক্ষনিক প্রতিক্রিয়া মরিনহো বলেছেন, ‘প্রতিবার ক্লাবের হয়ে লড়াই করতে করতে কোচ হিসেবে আমি সত্যিই এখন বেশ পরিশ্রান্ত।’

মরিনহো অবশ্য গণমাধ্যমে বলেছেন এই মুহূর্তে ভবিষ্যতের বিষয়টি ততটা গুরুত্বপূর্ণ নয়। মৌসুমের শেষে ছুটিতে যেতে চান বলে জানিয়েছেন মরিনহো। এই মুহূর্তে সিরি-এ লিগে রোমা ষষ্ঠ স্থানে রয়েছে, হাতে রয়েছে আর একটিমাত্র ম্যাচ।

(ঢাকাটাইমস/০১জুন/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুর শহরে দিনে সিএনজি অটোরিকশা প্রবেশ নিষেধ
তুলাকে শিগগিরই কৃষিপণ্য ঘোষণা করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা
সোনারগাঁও থেকে অপহৃত মাদ্রাসাছাত্র টাঙ্গাইল থেকে উদ্ধার, অপহরণকারী আটক
মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির সঙ্গে কাজ করবে সাড়ে ৫ হাজার স্বেচ্ছাসেবক : প্রশাসক এজাজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা