মেয়েদের বিপিএল আয়োজন করবে বিসিবি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০২৩, ১৬:৪২| আপডেট : ০১ জুন ২০২৩, ১৬:৫৩
অ- অ+

দীর্ঘদিন ধরেই পুরুষ ক্রিকেটারদের জন্য বাংলাদেশে প্রিমিয়ার লিগ(বিপিএল) আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। এবার মেয়েদের জন্য বিপিএলে আয়োজনের করা ভাবা হচ্ছে। নারী ক্রিকেটের অবকাঠামো উন্নয়নের জন্যই মেয়েদের বিপিএল চালু করতে যাচ্ছে বিসিবি।

বুধবারে বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী বলেন, ‘এই প্রশ্নটা বিভিন্নভাবেই হচ্ছে। অনেকের আগ্রহ দেখা দিচ্ছে। যদি আগ্রহ অব্যাহত থাকে, তাহলে আমরা দুই-এক বছরের মধ্যেই নারীদের বিপিএলে শুরু করতে যাচ্ছি।’

আন্তর্জাতিক অঙ্গণে বাংলা নারী ক্রিকেট দল বেশ ভালো করছে। পুরুষ দলের তুলনায় নারী দলের কার্যক্রম কোনো অংশে কম নয়।

শফিউল আলম চৌধুরী আরও বলেন, ‘খুলনায় যেটা হলো। আগামী বছর বা পরবর্তীতে যেটা করব, সেখানে হয়তো দলের সংখ্যা বাড়তে পারে এবং টুর্নামেন্টের ব্যাপ্তিও বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে।’

(ঢাকাটাইমস/০১জুন/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা