একাধিক গাড়ি থাকলে সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত বাড়তি কর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০২৩, ১৬:৪২| আপডেট : ০১ জুন ২০২৩, ১৭:২৪
অ- অ+

কার্বন নিঃসরণ কমাতে ও পরিবেশ দূষণ রোধে একাধিক ব্যক্তিগত যানবাহন ব্যবহারকে নিরুৎসাহিত করতে চায় সরকার। আর তাই ২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে একাধিক গাড়ির ওপর পরিবেশ সারচার্জ আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফলে একের অধিক প্রতিটি গাড়িতে সিসি অনুযায়ী ২৫ হাজার থেকে সাড়ে তিন লাখ টাকা বাড়তি কর দিতে হবে।

বৃহস্পতিবার বিকাল ৩টায় একাদশ জাতীয় সংসদের ২৩তম (বাজেট) অধিবেশন শুরুর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমোদনক্রমে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, একের বেশি ১৫শ সিসি পর্যন্ত প্রতিটি গাড়িতে দিতে হবে ২৫ হাজার টাকা। ১৫শ সিসির বেশি থেকে ২ হাজার সিসি পর্যন্ত ৫০ হাজার, আড়াই হাজার সিসি পর্যন্ত ৭৫ হাজার, তিন হাজার সিসি পর্যন্ত দেড় লাখ, ৩৫০০ সিসি পর্যন্ত ২ লাখ এবং সাড়ে তিন হাজার সিসির বেশি হলে সাড়ে তিন লাখ টাকা দিতে হবে।

ঢাকাটাইমস/০১জুন/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা