বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব, এফবিসিসিআইয়ের সাধুবাদ

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০১ জুন ২০২৩, ২৩:২০

২০২৩-২৪ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাবে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। বৃহস্পতিবার বিকালে তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়ায় এ সাধুবাদ জানায় সংগঠনটি।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এর আগে মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের পর বাজেট প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এবারের বাজেট বক্তব্যের শিরোনাম ‘উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে।’

দেশের ইতিহাসে বিশাল এ বাজেটের ঘাটতি ধরা হয়েছে দুই লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা। প্রস্তাবিত এই বাজেটে অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এটি মোট জিডিপির ৫ দশমিক ২ শতাংশ।

এফবিসিসিআই মনে করছে, আগামীতে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ, বিশ্বের শক্তিশালী অর্থনীতিতে পরিণত হওয়াসহ অনেক চ্যালেঞ্চ রয়েছে। এসব দিক বিবেচনায় প্রস্তাবিত ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটে লংটার্ম (দীর্ঘমেয়াদি) ভিশন আছে।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে পুরুষ করদাতাদের করমুক্ত আয়সীমা তিন লাখ টাকা থেকে বাড়িয়ে সাড়ে তিন লাখ এবং নারী ও ৬৫ বছরের বেশি বয়সীদের সাড়ে তিন লাখ টাকা থেকে বাড়িয়ে চার লাখ টাকা করা হয়েছে। অর্থাৎ দুই ক্যাটাগরিতেই করমুক্ত আয়সীমা ৫০ হাজার টাকা বাড়ানো হয়েছে। তবে, এটা আরও বাড়ানো দরকার ছিল।’

জসিম উদ্দিন বলেন, ‘বাজেটে ২৩৪টি পণ্য থেকে সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। আবার ১৯১টি পণ্যে রেগুলেটরি ট্যাক্স বসানো হয়েছে। এতে লোকাল কারখানার জন্য খুব বেশি সহায়ক হবে না। এটা ঠিক হয়নি। এতে আদমানি বেড়ে যেতে পারে। তবে অভ্যন্তরীণ বাজেট থেকে ভ্যাট কালেকশনের কথা বলা হয়েছে।’

বাজেট ব্যবসাবান্ধব হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জসিম উদ্দিন বলেন, ‘আমরা এখন এ বিষয়ে বিস্তারিত কিছু জানাবো না। আমাদের সেল এ নিয়ে কাজ করছে। শনিবার (৩ জুন) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’

(ঢাকাটাইমস/০১জুন/এমএইচ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ডিজিটাল পরিকল্পনার প্রতিযোগিতা ‘বাংলালিংক ইনোভেটর্স’-এর ৭ম আসর শুরু

ল্যাবএইড হাসপাতালে শুরু হয়েছে বিশেষ সেবা পক্ষ

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রূপালী ব্যাংকে আলোচনা ও দোয়া

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৫টি নতুন উপশাখা উদ্বোধন

আবারো ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ক্রিকেটার মিরাজ

সাভারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের মেগা শো-রুম উদ্বোধন

পল্লী সঞ্চয় ব্যাংকের প্রথম সিবিএ নির্বাচন

স্বর্ণের দাম কমে প্রতি ভরি ৯৮ হাজার ১৭৭ টাকা

দেশে রয়েছে ব্লু ইকোনমি নির্ভর পর্যটন বিকাশে অপার সম্ভাবনা: উপাচার্য ড. মশিউর

বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না আলু-পেঁয়াজ-ডিম, চাল ও সবজির দামও বাড়তি

এই বিভাগের সব খবর

শিরোনাম :