বঙ্গবন্ধু এভিনিউতে এমপি আফছারুল আমীনের জানাজা অনুষ্ঠিত

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ড. মো. আফছারুল আমীনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জানাজা হয়।
জানাজায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন, মোস্তফা জালাল মহিউদ্দিন, ডেপুটি স্পিকার অ্যাড. শামসুল হক টুকু, হুইপ ইকবালুর রহিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার-প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মেদ মান্নাফীসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষে সামরিক সচিব, প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের পক্ষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ডেপুটি স্পিকার, হুইপসহ মহানগর ও সহযোগী সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এছাড়াও আফছারুল আমীনের প্রতি শ্রদ্ধা জানায় আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদসহ নানা সংগঠন।
ঢাকাটাইমস/৩জুন/জেএ
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

সরকার খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যথেষ্ট আন্তরিক: তথ্যমন্ত্রী

নির্বাচনে বাধা দিলে রাজপথে বিএনপিকে প্রতিহত করা হবে: হানিফ

বিএনপিকে প্রতিহত করে রাজপথ দখলে রাখার প্রত্যয় আ.লীগের

আগুন সন্ত্রাস করলে হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ার নানকের

শ্রমিকরা দাবি নিয়ে রাজপথে নামলেই বিজয় অর্জিত হয়: টুকু

শর্ত মেনে খালেদা জিয়া বিদেশে যাবেন না: সমমনা জোট

পিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী রবিবার

রাজনীতি নয়, ধর্মে মনোনিবেশ করতে চান আদম তমিজি

এ দেশ আ.লীগের নির্যাতনের রাষ্ট্রে পরিণত হয়েছে: মির্জা ফখরুল
