যোগ্যতার তুলনায় অর্জন অনেক বেশি হয়েছে: চঞ্চল

সদ্য জীবনের নতুন বসন্তে পা রেখেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ৪০তম জন্মদিনে ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন অভিনেতা।
এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোষ্টে সকলের ভালোবাসার প্রতিউত্তর দিলেন চঞ্চল। সবার প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি পোষ্টে চঞ্চল জানালেন নিজের যোগ্যতার তুলনায় তার অর্জন অনেক বেশি।
আজ শনিবার ফেসবুকে চঞ্চল লেখেন, ‘রেডিও, রেডিও বাংলাদেশ, বাংলাদেশ বেতার, আকাশবাণী, বিবিসি, অডিও ক্যাসেট, ক্যাসেট প্লেয়ার, সাদাকালো টেলিভিশন, কালার টেলিভিশন, বিটিভি, একুশে টিভি, মঞ্চ নাটক, টেলিভিশন নাটক, সিনেমা, ওটিটি, ভিসিপি, ভিসিআর, কম্পিউটার, প্রজেক্টার, ফ্লপি ডিস্ক, সিডি,ডিভিডি, এম পি থ্রি, ভিডিও গান, ডিশ, ফ্ল্যাট, টিভি, ল্যাপটপ, মডেম, ইন্টারনেট, ব্রডব্যান্ড, পেন ড্রাইভ, হার্ড ড্রাইভ, স্মার্ট টিভি, এন্ড্রোয়েড টিভি। ল্যান্ডফোন, পেজার, ফ্যাক্স, কার্ডফোন, সিটিসেল, গ্রামীণ ফোন ফোনকার্ড, এ্যালকাটেল, মটোরোলা, নকিয়া, ইরিকসন, স্যামসাং, আইফোন, ফ্লেক্সিলোড, এম বি, টক টাইম, ই-মেইল, ভিডিও কল, নৌকা, ট্রলার, নসিমন, লঞ্চ বা ফেরি পারাপার, যমুনা সেতুসহ অনেক সেতু। সর্বশেষ পদ্মা সেতু, ফ্লাইওভার, মেট্রোরেল, আন্ডারপাস, টানেল, এক্সপ্রেস ওয়ে অনেক কিছুর সাক্ষী হয়ে এখনও জীবিত আমি। আমার শেকড়গুলো এখনও আমাকে লালন করে পরম মমতায়। বয়স এবং যোগ্যতার তুলনায় আমার অর্জন হয়েছে অনেক বেশী।’
এরপর তিনি লেখেন, ‘আমি আমার ইচ্ছামতো চলতে পেরেছি,কাজ করতে পেরেছি,বাঁচতে পেরেছি যাদের কারণে তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আমার জন্মদাতা পিতা,কয়েক মাস আগেও আমার সাথেই ছিলেন। তার চলে যাওয়া আমাকে আরো নিশ্চিত করে বলে দেয়।’
চঞ্চল লিখেছেন, ‘ভালোবাসার মানুষগুলো আবারও মিলবে একসঙ্গে অন্যলোকে। কারণ ঐ ঠিকানাটা চিরন্তন। যেখানে আমার জন্মদাতা পিতা অপেক্ষা করছে তার আপনজনদের জন্য। আমার জন্মদিনে হাজারো মানুষের শুভ কামনা আর ভালোবাসায় সিক্ত আমি। এ আমার জন্ম জন্মান্তরের প্রাপ্তি।’
কিছুদিন আগে মুক্তি পেয়েছে চঞ্চল অভিনীত ‘ওভারট্রাম্প’। চঞ্চল ছাড়াও এতে অভিনয় করেছেন সামিরা খান মাহি, ভাবনা, এফএস নাঈম, মোস্তফা মনওয়ার, শরীফ সিরাজ, মীর নওফেল আশরাফী জিসান প্রমুখ।
(ঢাকাটাইমস/৩জুন/এলএম)
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

বিচ্ছেদের নোটিশ হাতে পেয়ে রাজ বললেন, ‘আলহামদুলিল্লাহ’

নিপুণ বলেছিলেন তিনি জিতলেই পপি প্রকাশ্যে আসবেন! তাহলে? কোথায় নায়িকা?

জায়েদ খানের সঙ্গে হোটেলে সময় কাটানো নিয়ে যা বললেন সায়ন্তিকা

সিয়াম-ফারিণের ‘পুনর্মিলনে’

শুক্রবার বাংলাদেশসহ কানাডা-আমেরিকার রেকর্ডসংখ্যক হলে মুক্তি পাচ্ছে ‘অন্তর্জাল’

ইতিহাস সৃষ্টির দোরগোড়ায় শাহরুখ খান

ফের একসঙ্গে সাইমন-পরীমনি

পরিচালক আর শাহরুখ খানের প্রতি ক্ষুব্ধ ‘জওয়ান’-এর নায়িকা, কেন?

বন্ড সই করার সময় তিশার হাতটা কেঁপে উঠেছিল
