ডেনমার্কে ডিপ্লোমেটিক বাজারে বাংলাদেশি স্টল

পৃথিবীর ২১টি দেশ তাদের নিজেদের সংস্কৃতি এবং রকমারী খাদ্য উপস্থাপন ও বিক্রির মাধ্যমে সংগ্রহকৃত অর্থ ডেনিশ রিফিউজি কাউন্সিল ফান্ডে জমা করার উদ্যাগে বিভিন্ন দেশের দূতাবাসের রাষ্ট্রদূতদের সহধর্মিণীদের সহযোগীতায় কোপেনহেগেনের গেইনটপটি সিটি হলে ডিপ্লোমেটিক বাজারের আয়োজন করা হয়েছে।
শনিবার আয়োজিত বাজারে বাংলাদেশ দূতাবাস ডেনমার্ক জন্য একটি স্টল বরাদ্দ ছিল।
২১ টি দেশের ডিপ্লোমেট বাজারে বিভিন্ন দেশের নাগরিকরা তাদের নিজস্ব দেশীয় পোশাক ও রকমারী সাজে তাদের নিজ নিজ দেশের উৎপাদিত পন্য সবার সামনে উপস্থাপন করেন।
বাংলাদেশের বরাদ্দকৃত স্টলটি ছিল চোখে পড়ার মতো যেখানে বাংলাদেশের তৈরী কাপড়, হস্তশিল্প, রকমারী খাবার স্থান পায়।
বাংলাদেশ ভিত্তিক উন্নায়ন ও সাহায্য সংস্থা প্রত্যাশী, বাংলাদেশ দূতাবাস ডেনমার্কের সঙ্গে বাংলাদেশের কারুশিল্প বিশ্বের বুকে তুলে ধরতে এবং ডেনিশ রিফিউজি কাউন্সিলকে আর্থিক সহযোগীতায় বাংলাদেশের তৃণমূল পর্ষায়ের নারীদের তৈরী পণ্য দিয়ে সহযোগী হিসাবে ভূমিকা রাখে।
একটি গোলার্ধে মানুষের ভিন্ন ভিন্ন ভাষা, বর্ণ, ধর্ম ও খাবার এবং পোষাকের ভিন্নতা থাকলেও প্রতিটি দেশের মহৎ অংশগ্রহণ ও নিজ নিজ দেশের ভালো জিনিসগুলো অন্য দেশের মানুষের সামনে তুলে ধরার প্রচেষ্টা ছিল প্রসংশনীয়।
বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল করিম। সার্বিক সহযোগীতায় ছিলেন রাষ্টদূত পত্নী সহিলা করিম, বাংলাদেশ থেকে এসে উপস্থিত ছিলেন প্রত্যাশী কর্মকতা ওমর সেরনিয়াবাত।
এ সময় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সস্পাদক মাহবুবুর রহমান ও জাহাঙ্গীর আলম। এছাড়াও ডেনমার্কে বাংলাদেশি কমিউনিটির উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বাজারে বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণ করেন জার্মানী, সার্বিয়া, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কোরিয়া, ইসরাইল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ব্রাজিল, পোল্যান্ড, আরমেনিয়া, রুমানীয়া, সৌদি আরব, জর্জিয়া, মিশর ও বুলগেরিয়া।
পুরো অনুষ্ঠানটি ভিন্ন দেশিদের একটি মিলন মেলায় পরিণত হয়।
(ঢাকাটাইমস/০৪জুন/এসএম)
সংবাদটি শেয়ার করুন
প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
প্রবাসের খবর এর সর্বশেষ

শেখ হাসিনার জন্মদিন উদযাপন করল পর্তুগাল আওয়ামী লীগ

ইতালির গুলিয়েমো মার্কনি গ্রন্থাগারে ‘বাংলাদেশ কর্নার’ উদ্বোধন

ইতালি আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন উদযাপন

সুইডেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন

ফিনল্যান্ডে শেখ হাসিনার জন্মদিন উদযাপন

ডেনমার্ক আ. লীগের উদ্যোগে শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন

জেনেভায় প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উদযাপিত

নিউইয়র্কে দুদিনের বাণিজ্য মেলায় পাঁচ লাখ ডলারের বাণিজ্য হওয়ার সম্ভাবনা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
