রিয়াল ছাড়ছেন হ্যাজার্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২৩, ১৬:০৬| আপডেট : ০৪ জুন ২০২৩, ১৭:০১
অ- অ+

এবারের মৌসুমের পরেই রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিয়েছেন এডেন হ্যাজার্ড। এর মাধ্যমে এক বছর আগেই রিয়ালের সঙ্গে চুক্তি বাতিল করতে যাচ্ছেন বেলজিয়ান এই তারকা। উভয় পক্ষের পারস্পারিক সমঝোতার মাধ্যমে হ্যাজার্ড চুক্তি বাতিল করছেন বলে ক্লাব সূত্র নিশ্চিত করেছে। চেলসি থেকে লা লিগায় আসার পর গত চার বছর নিজেকে মোটেই মেলে ধরতে পারেননি হ্যাজার্ড।

৩২ বছর বয়সী হ্যাজার্ড ২০১৯ সালে রিয়ালে যোগ দিয়েছিলেন। তার চুক্তির মাধ্যমে স্প্যানিশ ক্লাব ইতিহাসে সবচেয়ে বড় অঙ্কের চুক্তির রেকর্ড গড়েছিল গ্যালাকটিকোরা। কিন্তু বেশ কিছু ইনজুরি সমস্যায় সান্তিয়াগো বার্নাব্যুতে তিনি থিতু হতে পারেননি।

এবারের মৌসুমে হ্যাজার্ড লিগে মাত্র ছয়টি ম্যাচ খেলেছেন, সব মিলিয়ে যার সংখ্যা ১০। এই চার বছরে চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লিগ শিরোপাসহ আটটি ট্রফি জয় করেছেন হ্যাজার্ড। এক বিৃবতিতে ক্লাবের প্রতি অবদানের জন্য হ্যাজার্ডকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যতের শুভকামনাও জানিয়েছে রিয়াল।

(ঢাকাটাইমস/০৪জুন/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, পেশাদার মাদক কারবারিসহ ৩৫ জন গ্রেপ্তার
বাংলাদেশের উন্নয়নে পল্লীবন্ধু এরশাদের অবদান অনস্বীকার্য: মামুনুর রশীদ
বিএনপির প্রতি জনসমর্থন ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্র করছে দুই একটি ইসলামি দল: রিজভী
বিজিবির জুন মাসের অভিযানে ১৩৬ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ, আটক ৩৫৯ জন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা