বাজারের ব্যাগ থেকে বেরিয়ে এলো নবজাতকের কান্নার শব্দ

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২৩, ২৩:৪০
অ- অ+

বাজারের ব্যাগে কেঁদে উঠলো নবজাতক শিশু। পরে সেই বাজারের ব্যাগ তল্লাশি করে সেখান থেকে উদ্ধার করা হলো সদ্যজন্ম নেওয়া একটি ফুটফুটে নবজাতক শিশু।

রবিবার (৪জুন) দুপুরে চাঁদপুর শহরের ষোলঘর এলাকা হতে ওই নবজাতককে এনে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ নবজাতককে শনিবার গভীর রাতে ষোলঘর পাকা মসজিদ সংলগ্ন স্থানের পুলিশ সুপারের বাসভবনের কাছে ঢালী বাড়ির খোকন ঢালীর গরু রাখার ঘরের পাশে নবজাতক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করে ঐ বাড়ির বাসিন্দারা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে গরু রাখার ঘরে গরুকে ঘাস দিতে যান নিজামউদ্দিন ঢালী। ওই সময় শিশুর কান্নার শব্দ শুনে পার্শ্ববর্তী একটি ঝুলন্ত ব্যাগে তল্লাশি করে রক্তাক্ত ও জীবন্ত সদ্যনবজাতক শিশুকে দেখতে পায়। পরে নবজাতকের শরীর পরিষ্কার করে রাতেই প্রাইভেট চেম্বারে শিশু বিশেষজ্ঞ ডাক্তার আজিজুর রহামনকে দেখিয়ে চিকিৎসা সেবা দেওয়া হয়। এলাকাবাসীর ধারনা কে বা কারা অবৈধ ভাবে জন্ম দেওয়া নবজাতক শিশুকে রাতের আঁধারে মুখে গামছা পেঁছিয়ে বাজারের ব্যাগে ঢুকিয়ে ঢালীবাড়ির গরুর ঘরে রেখে পালিয়ে গিয়েছে। এলাকাবাসী আরো জানান,শিশুটির পৃথিবীতে এসে তার বাচাঁর জন্য আল্লাহ্ হায়াত রেখেছে বলে সে মুখে গামচা পেঁচিয়ে মারার চেষ্টা করলেও সে প্রানে বেচেঁ গিয়েছে।

রবিবার দুপুরে খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই মো. কবির হোসেন ওই নবজাতকে তাদের বাড়ি থেকে এনে নিজামের ছোট ভাইয়ের স্ত্রী সখিনা বেগমের তত্বাবধানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ওই নবজাতক পুলিশ হেফাজতে সখিনা বেগমের তত্বাবধানে চাঁদপুর সরকারি হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে।

ঢালী বাড়ির হানিফ ঢালীর স্ত্রী সখিনা বেগম জানান,শনিবার রাতে আমার ভাসুর গরুর ঘরে তার গরুকে ঘাস দিতে গিয়ে কান্নার শব্দ শুনতে পেয়ে এগিয়ে গিয়ে দেখেন একটি বাজারের ব্যাগের মধ্যে শিশুটি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তারপর তাকে সেখান থেকে উদ্ধার করে আমরা পরিষ্কার করি। আমি আমারও একটি শিশু সন্তান রয়েছে, তার সঙ্গে এই নবজাতককে বুকের দুধ পান করাই।

চাঁদপুর সদর মডেল থানার এসআই কবির হোসেন জানান, থানার অফিসার ইনচার্জের নির্দেশে আমি খবর পেয়ে ওই বাড়ি থেকে নবজাতক শিশুকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করি। সে এখন সখিনা বেগমের তত্ত্বাবধানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

(ঢাকাটাইমস/৪জুন/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিলিপ সি. জেসাপ ইন্টারন্যাশনাল ল’ মুট কোর্টের  আন্তর্জাতিক রাউন্ডে উত্তীর্ণ ইস্টার্ন ইউনিভার্সিটি
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতা মিল্লাতের সাক্ষাৎ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও অরোরা স্পেশালাইজড হাসপাতালের মধ্যে চুক্তি
প্রশাসনের সিদ্ধান্তহীনতা ও সেচপাম্প মালিকদের দৌরাত্ম্যে অনিশ্চিত সেচসুবিধা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা