জামিন পেয়েও মুক্তি মেলেনি বিএনপি নেতা মজনুর
সকল মামলায় জামিন পেয়েও জামিনে মুক্তি পেলেন না ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর।
সোমবার বিকেলে রাজধানীর কেরাণীগঞ্জ কারাগার গেট থেকেই আরেকটা মামলায় তাকে আটক করা হয় বলে জানিয়েছেন মহানগর দক্ষিণের সদস্য (দপ্তর সম্পাদক) সাইদুর রহমান মিন্টু।
তিনি জানান, মতিঝিল থানার একটি পুরানো মামলায় তাকে আবারো আটক করা হয়েছে। ওই মামলায় রফিকুল আলম মজনুর নাম নেই। অজ্ঞাত আসামীর তালিকায় তাকে আটক করা হয়েছে।
গত ২২ মে রাজধানীর শাজাহানপুরে নিজ বাসার সামনে থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে পল্টন থানার পুরানো একটি মামলায় কারাগারে পাঠায়। যদিও রফিকুল আলম মজনুকে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গ্রেপ্তার না করতে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও পেন্ডিং মামলায় আটক করে কারাগারে পাঠানো হয় তখন।
(ঢাকাটাইমস/৫ জুন/ জেবি)