একমাত্র খালেদা জিয়াই প্রধানমন্ত্রীর রক্ষক: দুদু

দেশের চলমান রাজনৈতিক সংকটময় পরিস্থিতিতে একমাত্র বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষা করতে পারেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, ‘শেখ হাসিনার জন্য একটি পথই খোলা আছে, তিনি যদি বেগম খালেদা জিয়ার কাছে হাজির হয়ে বলতে পারেন আসেন সবাই মিলে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করি। তাহলে হয়তো আপনি (শেখ হাসিনা) রক্ষা পেতে পারেন।’
সোমবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দুদ এসব বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও জিয়াউর রহমান বীর উত্তম সমার্থক’ শীর্ষক সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
দুদু বলেন, ‘আজকে ঘোষণা এসেছে, পায়রা বন্দর স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে৷ সব বন্ধ হয়ে যাবে। আপনাকে (প্রধানমন্ত্রী) এখন একমাত্র রক্ষা করতে পারেন বেগম খালেদা জিয়া।’
বিএনপির এই নেতা বলেন, ‘দেশের অভ্যন্তরে এবং সারা বিশ্বে একটি জিনিস অত্যন্ত স্পষ্ট হয়ে গেছে, সামনের সময়টি পরিবর্তনের সময়। এই বছরই শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হবে। এটি তিনিও জানেন। তিনি এত অপকর্ম করেছেন, ক্ষমতা ছেড়ে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই।’
দুদু বলেন, শহীদ জিয়াউর রহমান এমন একজন মানুষ ছিলেন, যাকে শ্রদ্ধা না জানালে, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ সম্মানিত হয় না৷ শিষ্ঠাচর উন্নত জায়গায় গিয়ে পৌঁছায় না। তাকে নিয়ে গর্ব করা যায়। যার সংস্পর্শে থেকে নিজেকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যেতো। তার সাথে দেশের কারোর তুলনা হয় না। সারা বিশ্বে প্রতিষ্ঠিত যেসব রাষ্ট্র নায়ক, যোদ্ধা, মুক্তি সংগ্রামী আছেন, সেই পর্যায়ের মানুষ হচ্ছেন জিয়াউর রহমান।
শেখ হাসিনা নিজেকে ইতিহাসের পাতায় নিয়ে যাওয়ার জন্য দুইবার সুযোগ পেয়েছিলেন উল্লেখ করে দুদু বলেন, ‘যারা কয়লা খায়, তারা ভালো কিছু খেতে পারে না৷ ওরা শুধু কয়লাই খায়। আপনি (শেখ হাসিনা) ২০১৪ সালের নির্বাচন ভালো করতে পারতেন। সুযোগ ছিল আপনার। খালেদা জিয়া আপনার পাশে এসে দাঁড়াতে চেয়েছিল। কিন্তু আপনার অহংকারে মাটিতে পা পড়ে না৷ আপনি ২০১৪ সালের নির্বাচন করে নিজেকে এমন একটি ঘৃণিত জায়গায় নিয়ে গেলেন, যা আর পরিবর্তন হবে না। আবার আপনি ২০১৮ সালে সুযোগ পেলেন। সব বিরোধী দলকে আপনি বিশ্বাস করতে বলেছিলেন। কিন্তু ২০১৮ সালের নির্বাচন আপনার দিনে করার সাহস হলো না, করলেন রাতের বেলা।’
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্ঠা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, চেয়ারপারসনের উপদেষ্ঠা জয়নুল আবদীন ফারুক, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক মিয়া মো. আনোয়ার, মোবারক হোসেন প্রমুখ।
(ঢাকাটাইমস/০৫জুন/জেবি/কেএম)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

আদালতে গিয়েও লাভ হবে না খালেদা জিয়ার

পিরোজপুর জেলা লেবার পার্টির ১৯ সদস্যের কমিটি গঠিত

খালেদা জিয়ার বিদেশ যেতে বাধা প্রধানমন্ত্রীর বক্তব্যেরই বাস্তবায়ন: রিজভী

নেতাকর্মীদের গ্রেপ্তারে জামায়াতের নিন্দা

মৃত্যুভয় উপেক্ষা করে নিরলস কাজ করছেন শেখ হাসিনা: এমপি দুর্জয়

দুর্বার গণ-আন্দোলনেই অবৈধ আ.লীগ সরকারের পতন হবে: যুবদল সভাপতি

অক্টোবরে আওয়ামী লীগের নতুন কর্মসূচি

হাসপাতাল ছাড়লেন এডিসি হারুনের নির্যাতনে আহত ছাত্রলীগ নেতা

অস্বাভাবিক সরকার তৈরির ষড়যন্ত্র হচ্ছে: ওবায়দুল কাদের
