মাগুরায় কৃষক হত্যা মামলায় ৩ আসামির ফাঁসি

মাগুরা জেলার শালিখা উপজেলার কোটভাগ গ্রামের কৃষক সাহেব আলী হত্যা মামলার ৩ আসামিকে মঙ্গলবার ফাঁসির আদেশ দিয়েছে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, শালিখা উপজেলার কোটভাগ গ্রামের সামছুদ্দিন মন্ডলের ছেলে আব্দুস সবুর, একই গ্রামের গহর মুন্সীর ছেলে হাবিবুর রহমান ও ইমানুদ্দিনের ছেলে বুলু মিয়া।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মশিয়ার রহমান জানান, ২০০২ সালের ৮ মার্চ সকালে সাহেব আলী তার বাবা আমজাদ আলীকে নিয়ে কৃষি কাজে কোটভাগ গ্রামে তাদের নিজস্ব ফসলের ক্ষেতে যাচ্ছিলেন। তারা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌঁছলে পূর্ব বিরোধের জের ধরে আসামি আব্দুস সবুর, হাবিবুর রহমান ও বুলু মিয়াসহ অন্যরা তাদের গতিরোধ করে সাহেব আলীকে রড ও ধারালো বল্লমের আঘাতে নির্মমভাবে হত্যা করে।
এই ঘটনায় সাহেব আলীর বাবা আমজাদ আলী আব্দুস সবুরসহ ৩৬ জনকে আসামি করে শালিখা থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়ার পর ১৫ জনের সাক্ষ্য ও বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন আজ এই রায় ঘোষণা করেন।
রায়ে আব্দুস সবুর, হাবিবুর রহমান ও বুলু মিয়াকে ফাঁসির আদেশ দেয়া হয়েছে। এছাড়াও ৩২ জন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। জাকির হোসেন নামে একজন আসামি ইতিমধ্যে মারা গেছেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
(ঢাকাটাইমস/৬জুন/এআর)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৩

পঞ্চগড়ে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

বোরহানউদ্দিনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

দেশের উন্নয়ন চাইলে শেখ হাসিনাকে ভোট দিতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

রামগড়ে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত চেয়ে তিন সাংবাদিকের রিট

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: কাজী জাফরউল্লাহ

উত্তাল সমুদ্র, নিরাপদ আশ্রয়ে ফিরেছে শত শত মাছ ধরা ট্রলার
