জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ডিজিটাল টেকনোলোজি ব্যবহারের সুযোগ এবং প্রতিবন্ধকতা বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০২৩, ২১:৪৭
অ- অ+

বিশ্ব পরিবেশ দিবস উৎযাপনের ধারাবাহিকতায় মঙ্গলবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ডিজিটাল টেকনোলজির ব্যবহারের সুযোগ এবং প্রতিবন্ধকতা নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সায়েন্স, টেকনোলজি, ইনোভেশন এন্ড পাবলিক পলিসি ফোরাম (স্টিফ) এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) যৌথভাবে আয়োজন করে।

প্যানেল ডিসকাশনে দেশবরেণ্য এবং আন্তর্জাতিক রাজনৈতিক, কূটনৈতিক, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং বিভিন্ন সেক্টরের অভিজ্ঞরা অংশগ্রহণ করেন।

তাদের মাঝে রয়েছেন; সংসদ সদস্য এবং পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসাইন চৌধুরী, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত এবং ডেলিগেশন প্রধান চার্লস হোয়াইটলি, প্রফেসর ড. সাইফুল আমিন, এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য এবং সভাপতি ইশতিয়াক আবেদীন, বিএএসএফ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাজ্জাদুল হাসান। এছাড়াও বাংলাদেশ দূতাবাস নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ অনলাইন মাধ্যমে অংশগ্রহণ করেছেন।

অনুষ্ঠানে অতিথিরা তাদের অভিজ্ঞতার আলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ডিজিটাল টেকনোলজির গুরুত্ব এবং আনুষঙ্গীক বিষয়ে আলোকপাত করেন। বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান এবং সায়েন্স, টেকনোলজি ইনোভেশন অ্যান্ড পাবলিক পলিসি ফোরামের সদস্য ড. মুহাম্মাদ তারিক আরাফাত এই প্যানেল ডিসকাশনটি পরিচালনা করেন।

উল্লেখ্য, সায়েন্স, টেকনোলজি, ইনোভেশন অ্যান্ড পাবলিক পলিসি একটি অলাভজনক থিংক ট্যাংক। এর মূল উদ্দেশ্য বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের নানান দিক জনগনের কাছে সহজবোধ্যভাবে তুলে ধরা এবং সমাজের সক স্তরের মানুষের অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে জনকল্যাণমূলক নীতি নির্ধারণে সরকারকে সহায়তা করা।

অনুষ্ঠানের প্রাক্কালে এই প্রথম বাংলাদেশে মডেল ইউরোপিয়ান পার্লামেন্টের আদলে দশটি বিতর্ক ক্লাবের ২৭ জন বিতার্কিকের অংশগ্রহণে একটি বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্ক আয়োজনে সার্বিক সহায়তা করে বুয়েট ডিবেটিং ক্লাব। জনাব নকিবুর রহমান, কান্ট্রি হেড, স্যান্ডোজ বিতর্কটি পরিচালনা করেন।

এআইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রহমানের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

ঢাকাটাইমস/০৬জুন/ ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা