বাঁধভাঙা পানিতে রুশ সেনারা ভেসে গেছে, দাবি ইউক্রেনের

ইউক্রেনের খেরসনের দানিপ্রো নদীর বাঁধ ধসে পানিতে ভেসে গেছে কিছু রুশ সেনা।
বুধবার ইউক্রেনীয় সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আন্দ্রিই পিডলিসনি এ কথা বলেন। খবর সিএনএনের।
ক্যাপ্টেন আন্দ্রিই জানান, বাঁধের পানিতে ভেসে গিয়ে রুশ বাহিনীর অনেক সেনা আহত বা নিহত হয়েছেন।
মঙ্গলবার যখন বাঁধটি ধ্বংস করা হয় তখন ‘রুশ বাহিনীর কেউ পালাতে পারেনি।’
দানিপ্রো নদীর অপরপ্রান্তে থাকা তাদের সব রেজিমেন্ট পানির নিচে তলিয়ে গেছে।
পাল্টা আক্রমণ প্রতিহত করতে রাশিয়া ইচ্ছেকৃতভাবে বাঁধটি ধ্বংস করেছে বলে দাবি করেছেন ক্যাপ্টেন আন্দ্রিই। বলেন, মঙ্গলবার রাত ৩টার দিকে শত্রুরা (রুশ সেনা) দানিপ্রো নদীর বাঁ পাশে পানির উচ্চতা বাড়াতে কাখোভগা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট উড়িয়ে দেয়। তাদের লক্ষ্য ছিল নিকট ভবিষ্যতে যেন ইউক্রেনীয় সেনারা পাল্টা আক্রমণ না চালাতে পারে সেটি নিশ্চিত করা।’
ক্যাপ্টেন বলছেন, বাঁধের পানিতে যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব জায়গায় অবস্থানরত রুশ সেনাদের সম্ভবত আগে কিছু জানানো হয়নি।
(ঢাকাটাইমস/০৮জুন/এফএ

মন্তব্য করুন