মিরপুর চিড়িয়াখানায় হায়েনার কামড়ে শিশুর হাত বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৩, ১৮:৫০
অ- অ+

রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় বেড়াতে এসে হায়েনার আক্রমণের শিকার হয়েছে সাইফ (২) নামের এক শিশু। এতে করে ওই শিশুর এক হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে শিশুটি রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

বিষয়টি জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন বলেন, ‘সকালে ঘুরতে আসা শিশুটি খাঁচার বাইরে থেকে ভেতরে হাত ঢুকালে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে শিশুটি রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ইতোমধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজ-খবর নিয়েছে। এছাড়াও কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

ইফতেখার হোসেন বলেন, ‘যুগ্মসচিবের নেতৃত্বে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে একটি এবং প্রাণিসম্পদ অধিদপ্তর আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি দুটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে জন্য বলা হয়েছে।’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ শিশুটির পাশে আছে বলে জানান ইফতেখার।

(ঢাকাটাইমস/৮জুন/এলএম/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে গল মারভেলসের জয়
কিশোর মুক্তিযোদ্ধার প্রাণের বিনিময়ে আজ পাক হানাদার মুক্ত হয় শ্রীপুর
যাকে সবচেয়ে বেশি পাশে পেয়েছি, তাকেই ‘র’ এজেন্ট বলছেন: আসিফ মাহমুদ
যশোরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা